X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কুসিক নির্বাচন: ভোটারদের দুয়ারে দুই মেয়র প্রার্থী

কুমিল্লা প্রতিনিধি
২০ মার্চ ২০১৭, ২০:৪৮আপডেট : ২০ মার্চ ২০১৭, ২০:৫১

কুসিক নির্বাচনে দুই মেয়র প্রার্থী বিএনপির মনিরুল হক সাক্কু ও আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমার গণসংযোগ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার ষষ্ঠ দিন ছিল সোমবার (২০ মার্চ)। এদিন সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তবে সূর্য ওঠার পরপরই মেয়র প্রার্থী আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপির মনিরুল হক সাক্কু বেরিয়ে পড়েন ভোটারদের কাছে। দু’জনের সঙ্গেই ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা।

সোমবার সকাল থেকে আ.লীগ দলীয় মেয়র প্রার্থী সীমা নগরীর দক্ষিণের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি ওয়ার্ডগুলোতে তিনটি উঠান বৈঠক করেন। ওয়ার্ডের প্রতিটি পাড়া ও মহল্লায় গিণসংযোগ করে নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন সীমা। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় আ. লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম ও পরিকল্পনামন্ত্রীর মেয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল। মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১১টায় দলীয় কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন সীমা।

অন্যদিকে সীমার পক্ষে নগরীর ১ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় আ.লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সদস্য জহির উদ্দিন মাহমুদ লিফটন, ২ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় আ.লীগের তথ্য সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সদস্য বলরাম পোদ্দার, ৬ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় আ.লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য মাহফুজুল হায়দার চৌধুরী রোটনসহ স্থানীয় নেতারা পৃথক পৃথকভাবে গণসংযোগ করে উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। এ ছাড়া অন্যান্য ওয়ার্ডেও গণসংযোগ করেছে কেন্দ্রীয় ও স্থানীয় টিম।

অন্যদিকে বিএনপি দলীয় মেয়র প্রার্থী সাক্কু সকাল থেকে গণসংযোগ শুরু করেন সদর দক্ষিণ উপজেলার ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে। এসব স্থানে তিনি চারটি উঠান বৈঠকে বক্তব্য রাখেন। প্রতিটি পাড়া ও মহল্লায় উন্নয়নের কাজ অব্যাহত রাখার জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া নগরীর ১৫ নম্বর ওয়ার্ডে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের নেতৃত্বে, ১৬ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) আনোয়ারুল আজিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার নেতৃত্বে, ২৩ নম্বর ওয়ার্ডে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুকের নেতৃত্বে, নগরীর ১০ নম্বর ওয়ার্ডে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে, নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের নেতৃত্বে প্রচারণা চালানো হয়।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা