X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হত্যার এক বছর: দ্রুত বিচার চায় পরিবার

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
২২ মার্চ ২০১৭, ০৭:১০আপডেট : ২২ মার্চ ২০১৭, ০৭:১৪

হোসেন আলীর ছেলে রাহুল আমিন আজাদ ও স্ত্রী আম্বিয়া বেগম

কুড়িগ্রামের ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যার এক বছর পূর্ণ হচ্ছে আজ বুধবার (২২ মার্চ)। গত বছরের এই দিনে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর গত এক বছরে এ হত্যাকাণ্ডের মামলায় জেএমবির সাত সদস্যের বিরুদ্ধে চার্জশিট দেওয়া ও পলাতক দু’জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা ছাড়া আর কোনও অগ্রগতি হয়নি। এখনও বিচারের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানে না তার পরিবার। তাদের দাবি, দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার করা হোক।

নিহত হোসেন আলীর একমাত্র ছেলে রাহুল আমিন আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বাবা নিরীহ মানুষ ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে নিহত হলে আমাদের আফসোস থাকত না। কিন্তু স্বাধীন দেশে তাকে হত্যা করা হয়েছে। গণমাধ্যম মারফত জেনেছি, আসামিদের অনেকেই গ্রেফতার হয়েছে। কিন্তু এখনও বিচার প্রক্রিয়া সর্বশেষ অবস্থা সম্পর্কে কোনও খবর পাইনি। আমরা চাই,  দ্রুত এই  হত্যার বিচার হোক, দোষীরা সর্বোচ্চ শাস্তি পাক।’

হোসেন আলীর স্ত্রী আম্বিয়া বেগম বলেন, ‘সরকারের কাছে আবেদন, বিচার যেন দ্রুত শেষ হয়। হত্যাকারীরা যেন সর্বোচ্চ শাস্তি পায়।’

আদালত সূত্রে জানা গেছে, হোসেন আলী হত্যা মামলায় ১০ জেএমবি সদস্যকে আসামি করা হয়েছিল। কিন্তু চার্জশিট দাখিলের আগেই পুলিশের গুলিতে তিন আসামি নিহত হলে তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। বাকি সাত জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একটি এবং জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধী, সাদ্দাম, রিয়াজুল ও গোলাম রব্বানী নামে চার জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে আরেকটি চার্জশিট জমা হয়েছে।

মামলার সাত আসামির মধ্যে গত বছরের ২৮ এপ্রিল আবু নাসের রুবেল (২০) ও মাহবুব হাসান মিলন (২৮), ২ মে হাসান ফিরোজ (২৩) এবং ৬ অক্টোবর গোলাম রব্বানীকে গ্রেফতার করে পুলিশ। বাকি তিনজনের মধ্যে জাহাঙ্গীর ও রিয়াজুল পলাতক। অপর আসামি সাদ্দাম হোসেন ৫ জানুয়ারি রাতে ঢাকার মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় পুলিশের গুলিতে নিহত হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডে দায়ের হওয়া দুই মামলার মধ্যে বিস্ফোরক মামলাটি জেলা দায়রা জজ আদালতে এবং হত্যা মামলাটি চলছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। চার্জশিটভুক্ত দুই আসামি পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গেফতারি পরোয়ানা জারি করেছেন। আর জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধী গ্রেফতার হলেও তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রতিবেদন দেওয়া হয়নি।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পলাতক আসামিদের ধরতে অভিাযান অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, গত বছর ২২ মার্চ সদরের গাড়িয়াল পাড়া এলাকায় সকালে নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় হোসেন আলীকে। এ ঘটনার পর ককটেল ফাটিয়ে দ্রুত মোটরসাইকেলে করে স্থান ত্যাগ করে হত্যাকারীরা।

/এমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা