X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রংপুরে এমপির বাতিল করা ১৭ ইউনিয়ন কমিটি পুর্নবহালের সিদ্ধান্ত

রংপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০১৭, ২৩:১১আপডেট : ২৩ মার্চ ২০১৭, ২৩:২১

রংপুর রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচিত কমিটি বাতিল করেছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় কোষাধ্যাক্ষ এইচ এন আশিকুর রহমান। তার সেই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী আখ্যায়িত করে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কমিটিগুলো পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর জেলা আওয়ামী লীগ। বুধবার (২২ মার্চ) নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মওলা কমিটিগুলোর পুনর্বহালের সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন।
জেলা আওয়ামী লীগের ওই সভায় রংপুর-৫ সংসদীয় আসন (মিঠাপুকুর) থেকে নির্বাচিত সরকারদলীয় সংসদ সদস্য আশিকুর রহমানের কমিটি বাতিলসহ বিভিন্ন কর্মকাণ্ডকে অগণতান্ত্রিক বলে সমালোচনা করেন উপস্থিত নেতারা। এছাড়া, সভায় প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি পীরগঞ্জ উপজেলা ও বদরগঞ্জ উপজেলার ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নতুন করে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব এলাকায় আগামী ৩০ জুনের মধ্যে সম্মেলন সম্পন্ন করার সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়। এ কাজের জন্য পাঁচ সদস্যের একটি তদারকি কমিটি গঠন করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন।
জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, জেলার ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে ওই সভায় জেলার আটটি উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও জেলা কমিটির প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন।
প্রায় সাড়ে তিন ঘণ্টার ওই সভায় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী চিঠি পড়ে শোনান দলের জেলা সম্পাদক রেজাউল করিম রাজু। ওই চিঠিতে ওবায়দুল কাদের বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে অনেক এলাকাতেই কমিটি থেকে বহিষ্কারসহ কমিটি বাতিল করা হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কারও নেই উল্লেখ করে ওই চিঠিতে অন্যায়ভাবে বাতিল করা বিভিন্ন কমিটি পুনর্বহালের নির্দেশনা দিয়েছেন ওবায়দুল কাদের। দলের সাধারণ সম্পাদকের এই নির্দেশনা অনুসরণ করেই মিঠাপুকুর উপজেলার স্থানীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমানের বাতিল করা ১৭টি ইউনিয়ন কমিটি পুনর্বহালের সিদ্ধান্ত নেয় জেলা আওয়ামী লীগ।
সভায় অভিযোগ করা হয়, ২০১২ সালে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে গঠন করা মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়ন কমিটি একক ক্ষমতাবলে বাতিল করে দেন আশিকুর রহমান। ঢাকায় বসে তিনি একটি পকেট কমিটি গঠন করেন বলেও অভিযোগ করা হয়।
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মওলা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৭টি কমিটি বাতিল করতে এমপি আশিকুর রহমানের সিদ্ধান্ত ছিল অগণতান্ত্রিক এবং দলের গঠনতন্ত্রের পরিপন্থী। সে কারণে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তা পুনর্বহাল করা হয়েছে।’
সংসদ সদস্যের বাতিল করা লতিফপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক নিয়ামুল হক মণ্ডল নতুন সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও আমরা ন্যয়বিচার পেয়েছি। এর জন্য আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরে কাছে আমরা কৃতজ্ঞ।’
/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত