X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

সুন্দরবনের জলদস্যু ‘ছোট রাজু’ বাহিনীর আত্মসমর্পণ

বরিশাল প্রতিনিধি
৩০ মার্চ ২০১৭, ১৩:৫৯আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৪:০৩

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করছে ‘ছোট রাজু’ জলদস্যু বাহিনীর সদস্যরা সুন্দরবনের ‘ছোট রাজু’ জলদস্যু বাহিনী বরিশালে র‌্যাবের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার শহরের রুপাতলিতে র‌্যাব ৮ এর সদর দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আনুষ্ঠানিকভাবে অস্ত্র জমা দেন জলদস্যু বাহিনীর প্রধানসহ ১৫ সদস্য।

রাজু মোল্লা ওরফে ছোট রাজু  দীর্ঘদিন ধরে এই বাহিনীর নেতৃত্বে রয়েছে। সে ২০১২ সাল থেকে সুন্দরবনে জলদস্যুবৃত্তি করে আসছে বলে জানান র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবির।

মেজর আদনান কবির আরও জানান, ছোট রাজু বাহিনী পূর্ব সুন্দরবনের মংলা, হাড়বাড়িয়া, ভদ্রা এবং বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলের সবচেয়ে সক্রিয় জলদস্যু বাহিনী।

সুন্দরবনের জলদস্যু ‘ছোট রাজু’ বাহিনীর আত্মসমর্পণ আত্মসমর্পণ অনুষ্ঠানে র‌্যাব-৮-এর অধিনায়ক লে.কর্নেল মো. আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল উদ্দিন আহম্মেদ, র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক বেনজীর আহম্মেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল হান্নান, বরিশাল রেঞ্জ ডিআইজি শেখ মো. মারুফ হাসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন ও বরিশাল জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান প্রমুখ।

আত্মসমর্পণ করা জলদস্যুরা হলেন জলদস্যু ‘ছোট রাজু’ বাহিনীর প্রধান রাজু মোল্লা ওরফে ছোট রাজু (৪৮), বাহিনীর সদস্য মনিরুল ইসলাম (৩৫),  সিরাজুল ইসলাম গাজী (২৯), আফজাল হোসেন (২৫), হারুণ সরদার (৩৮), বিল্লাল গাজী ওরফে ম্যাজিক বিল্লাল (৩৬), খতিব গাজী (৩৭), মিকাইল গাজী (৩৭), কামরুল সরদার (৩৯), ফরহাদ সরদার (২৬), সালাম গাজী (৩৭), মিলন শেখ (২৫), ফরহাদ গাজী (৩২), সাব্বির শেখ (৪২) ও মনিরুল গাজী মনি (৩৯)। 

র‌্যাব ৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, ছোট রাজু বাহিনীর সদস্যরা ২৯ মার্চ এক অভিযানে র‌্যাবের হাতে আটক হওয়ার পর উদ্ধারকৃত অস্ত্র সরঞ্জামসহ দস্যুদের প্রথমে বাগেরহাট জেলার মংলা থানাধীন বিএফডিসি ঘাটে নিয়ে যাওয়া হয়।

ওই সময় ছোট রাজু বাহিনীর কাছ থেকে পাঁচটি বিদেশি একনলা বন্দুক, পাঁচটি বিদেশি দোনলা বন্দুক, পাঁচটি এয়ার রাইফেল, দুটি বিদেশি .২২ রাইফেল, চারটি ওয়ান শুট্যারসহ মোট ২১টি আগ্নেয়াস্ত্র এবং  এক হাজার ২৩৭ রাউন্ড বিভিন্ন প্রকার গোলাবারুদ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গত ১০ মাসে মোট ৯টি বাহিনীর ৯২ জন জলদস্যু ১৯৫টি অস্ত্র ও ১০ হাজার ১৪৩ রাউন্ড গোলাবারুদসহ র‌্যাব-৮ এর কাছে আত্মসমর্পণ করেছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যারা দেশের অর্থনীতিকে খেলো মনে করে, তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত: আদালত
যারা দেশের অর্থনীতিকে খেলো মনে করে, তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত: আদালত
দোয়া চেয়ে আইপিএল খেলতে গেলেন মোস্তাফিজ
দোয়া চেয়ে আইপিএল খেলতে গেলেন মোস্তাফিজ
‘চোখের পানি ফেলে বাজার থেকে ফিরতে হয়’
‘চোখের পানি ফেলে বাজার থেকে ফিরতে হয়’
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লার হুমায়ুন
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লার হুমায়ুন
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই