X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

শাবি ছাত্রলীগের সভাপতিসহ ৮ জনের নামে যৌন নির্যাতনের মামলা

শাবি প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৭, ১৫:৪১আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৫:৪১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থসহ আটজনের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা দায়ের হয়েছে। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নির্যাতিতা ওই স্কুলছাত্রীর মা মামলাটি করেন।

আসামিরা হলেন পরিসংখ্যান বিভাগের অনিয়মিত ছাত্র ও শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ, একই বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী সাজ্জাদ রিয়াদ ও সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মাহমুদুল হাসান রুদ্র। এছাড়া অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (৮ এপ্রিল) বিকালে সদ্য এসএসসি পরীক্ষা সম্পন্ন করা এক ছাত্রী বেড়াতে আসলে তাকে যৌন নির্যাতন ও মারধরের ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা ফুফাতো ভাইকেও মারধর করা হয়। ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরা এ ঘটনার প্রতিবাদ করায় এবং নিপীড়কদের ছবি তোলায় সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ছবি ডিলিট করে দেয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ। পরে এ  ঘটনায় পার্থর নেতৃত্বে শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী এবং সহ-সভাপতি সৈয়দ নবীউল আলম  দিপুকে মারধর করা হয়।

এদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী মো আবদুল মালেক জানান, শনিবার ক্যাম্পাসে ঘুরতে এসে যৌন হয়রানির শিকার হন এক স্কুলছাত্রী। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মো. মসরুর চৌধুরী শওকত বাংলা ট্রিবিউনকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে জেলা জজ মো. মোহিতুল হকের আদালতে মামলাটি করেন অভিযুক্তের মা। নির্যাতনের এ ঘটনা তদন্ত করবেন সহকারী জজ শারমীন আক্তার।

এদিকে, ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা কালো ব্যাচ ধারণ করে যৌন নিপীড়কদের দ্রুত শাস্তির দাবি জানায়।

/বিএল/

এ সংক্রান্ত আগের খবর:
শাবিতে যৌন নিপীড়কের ছবি তোলায় সাংবাদিকদের মারধর

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
আরসার বিরুদ্ধে অভিযান নিয়ে যা বললো র‌্যাব
আরসার বিরুদ্ধে অভিযান নিয়ে যা বললো র‌্যাব
‘মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না’
‘মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না’
বাড়ছে তাপমাত্রা, কমছে কৃষি উৎপাদন
খুলনা অঞ্চলে কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাববাড়ছে তাপমাত্রা, কমছে কৃষি উৎপাদন
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প