X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

'বাংলাদেশ এখন আর ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ায় না'

পিরোজপুর প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৭, ০৯:৩৮আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ১৩:২৬

পিরোজপুরে পানি সম্পদ মন্ত্রী পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, ‘বাংলাদেশ এখন আর ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ায় না। আমাদের দেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা এখন বিশ্বব্যাংকের কাছ থেকে ধার নিয়ে কাজ করছি, কোনও ধরনের সাহায্য নয়। এদেশের মানুষ আর না খেয়ে আত্মহত্যা করে মারা যাচ্ছে না।’

বৃহস্পতিবার বিকালে উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প সিইআইপি-১ ফেজ-১ এর আওতায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার চরখালীতে বেড়িবাঁধ, স্লুইচ গেট, খাল পুনর্খনন এবং নদী ভাঙন রোধে তীর সংরক্ষণ বাস্তবায়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন। পানি উন্নয়ন বোর্ড আয়োজিত  জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুও উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘আইলা ও সিডরের মত ভয়াবহ বন্যা ও জলোচ্ছাসের কবল থেকে রক্ষা পেতে এ এলাকায় বেড়িবাঁধ, নদীভাঙন রোধে তীর সংরক্ষণ, স্লুইচ গেট নির্মাণ করা হবে।’

অনুষ্ঠানে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘স্বাধীনতার জন্য আন্দোলন সংগ্রাম করেছি। এদেশের ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছিল স্বাধীনতার দাবি বাস্তবায়ন করতে। উন্নয়নের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকলে উন্নয়নকেও কেউ দাবিয়ে রাখতে পারবে না। অনেকগুলি লাঠি একত্রে থাকলে ভাঙা যায় না।’

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহম্মদ নজরুল ইসলাম (বীর প্রতিক), পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু।

উল্লেখ্য চিনা ঠিকাদারী প্রতিষ্ঠান চংকিং ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন করপোরেশন ৪৫৬ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে উপকূলীয় উপজেলা ভাণ্ডারিয়া এলাকায় ৬০ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ, খাল খনন, স্লুইচ গেট নির্মাণ, বাঁধের ঢাল প্রতিরক্ষা কাজ, নদী তীর সংরক্ষণ কাজ, বন্যা প্রতিরোধ কংক্রিটের দেয়াল নির্মাণ, বাঁধ এবং এর ওপর পাকা রাস্তা নির্মাণের কাজ করবে।

/এফএস/

আরও পড়ুন- 


শহরকে ছাড়িয়ে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত