X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘শেখ হাসিনার অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে’

সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৭, ২০:১২আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ২০:১২

শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নিতে হবে, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার বিকালে সিরাজগঞ্জ সার্কিট হাউজে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নিরপেক্ষ সরকার বলতে কিছু নেই। অনির্বাচিত সরকারের হাতেও ক্ষমতা দেওয়ার সুযোগ নেই। হরতাল, অশান্তি বা অন্যকোনও চক্রান্ত না করে, বরং বিএনপিকে এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিৎ।’

কওমি মাদ্রাসাকে মূল ধারায় আনতে তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বিএনপিই অতীতে হেফাজতের সঙ্গে ঐক্য করতে গিয়েও ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ আওয়ামী লীগই, হেফাজত হেফাজতই। হেফাজতের দর্শনের আওয়ামী লীগের কোনও সম্পর্ক নেই। আওয়ামী লীগ নিজস্ব লক্ষ্য নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। জনগণের ভোট নিয়েই আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।’

এর আগে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। তাই জনগণের কাছে আমাদের অনেক অঙ্গীকার ও প্রতিশ্রুতি রয়েছে। উন্নয়ন ও প্রতিশ্রুতি রক্ষা করেই আওয়ামী লীগকে জনগণের ভোট প্রার্থনা করতে হবে।’ এসময় আগামী বছরের জুন-জুলাইয়ের মধ্যে জেলার সব চলমান উন্নয়নমুখী কাজ বাস্তবায়নের জন্য জেলার সকল কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করেন স্বাস্থ্যমন্ত্রী।

সদর হাসপাতালের চিকিৎসকদের দায়িত্ব অবহেলার বিষয়ে চেম্বার প্রেসিডেন্টের অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ হাসপাতালের অনেক চিকিৎসকই জেলা সদরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সঙ্গে জড়িত রয়েছেন। আপনারা যদি স্থানীয় হয়েও ঠিকমত সরকারি দায়িত্ব পালন না করেন, তাহলে অন্যত্র বদলি করে দিব।’

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডা. শেখ মনজুর রহমান, সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. আব্দুর রাজ্জাক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী জামানুর রহমান, সওজ নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালসহ অন্যরা বক্তব্য রাখেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী