X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দুর্ভোগের অপর নাম কুমিল্লার শাসনগাছা রেলওয়ে ওভারপাস

হুমায়ুন কবির রনি, কুমিল্লা
২৪ এপ্রিল ২০১৭, ১২:৩১আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১২:৫১

দুর্ভোগের অপর নাম কুমিল্লার শাসনগাছা রেলওয়ে ওভারপাস কুমিল্লায় যানজট নিরসনে শাসনগাছা রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ শেষ হওয়ার কথা গত বছরের জুন মাসে। কিন্তু ধীরগতির কারণে এখনও কাজ শেষ হয়নি। আর এ নির্মাণ কাজের জন্য শুষ্ক মৌসুমেই এ সড়কে চলাচল  করতে কষ্ট হয়, আর বর্ষাকালে চলাচল নিয়ে অনিশ্চয়তার মধ্যে এলাকাবাসী ও যানবাহন চালকরা। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কুমিল্লাবাসীর।

জানা গেছে,  ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৬৩১ মিটার দীর্ঘ শাসনগাছা রেলক্রসিং ফ্লাইওভার। নির্মাণ এলাকায় সড়কে বড়  বড়  গর্তের সৃষ্টি হয়ে সারাবছরই পানি জমে থাকে। ফরে বিভিন্ন সময় দুর্র্ঘটনায় পরছে বিভিন্ন যানবাহন।

কুমিল্লা থেকে রাজধানী ঢাকা, সিলেট, ব্রাহ্মণবাড়ীয়া এবং  জেলার চান্দিনা, দেবীদ্বার, মুরাদনগর, হোমনা, তিতাস, মেঘনা, দাউদকান্দিসহ বিভিন্ন উপজেলা যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড শাসনগাছা বাসস্ট্যান্ড। দীর্ঘদিন ধরে শহর থেকে বের হওয়ার পশ্চিম দিকের এই সড়কটিতে যানজটে অতিষ্ঠ নগরবাসীর দাবির প্রেক্ষিতে রেসকোর্স থেকে শাসনগাছা পর্যন্ত রেলওয়ে ওভারপাস কাজ শুরু হয় প্রায় দুবছর আগে। তবে নির্মাণ কাজ সঠিক সময়ে শেষ না হওয়ায় ও সড়কে নির্মাণ সামগ্রী রাখায় সড়কটি এখন পরিণত হয়েছে নাগরিক সমস্যায়। 

দুর্ভোগের অপর নাম কুমিল্লার শাসনগাছা রেলওয়ে ওভারপাস চান্দিনায় বসবাসরত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী ফাহমিদা (২০) জানান, ‘প্রতিদিন চান্দিনা থেকে শাসনগাছা আসতে সময় লাগে আধা ঘণ্টা। কিন্তু শাসনগাছার এই রেলওয়ে ওবারপাসটি পার হতে লেগে যায় আরও আধা ঘণ্টা। এখানে যানযটের কারণে প্রায়দিনই  সময় মতো কলেজে যেতে পারি না।’

মোটরসাইকেল আরোহী রাজিব (৩২) নামের এক ব্যক্তি জানান, ‘ব্যাবসার প্রয়োজনে আমাকে প্রায়ই এ এলাকায় আসতে হয়। তবে রাস্তায় বড় বড় গর্ত ও কাদাপানির কারণে প্রায়  দূর্ঘটনার সম্মুখীন হতে হয়।’

কুমিল্লায় কর্মরত স্কুল শিক্ষক খালেদা পারভীন জানান, ‘প্রায় দুই বছর ধরে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এখন বাসা বদলানো ছাড়া অন্য কোনও উপায় দেখছি না।’

দুর্ভোগের অপর নাম কুমিল্লার শাসনগাছা রেলওয়ে ওভারপাস কুমিল্লা নাগরিক কমিটির সাবেক সভাপতি জহিরুল হক দুলাল জানান, ‘ওভারপাসটির নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ে শেষ না হওয়ায় কুমিল্লাবাসীর ভোগান্তির শেষ নেই। তাই দ্রুত এ নির্মাণ কাজ শেষ করা উচিত।’

কুমিল্লা জেলা সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফ উদ্দিন জনগণের ভোগান্তির কথা স্বীকার করে বলেন, ‘জনবহুল এলাকা হওয়ায় কাজ করতে একটু সময় লাগছে। চলাচলে অসুবিধা হওয়ায়  আন্তরিকভাবে দুঃখিত। তবে আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করছি।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ