X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আন্তঃনগর ট্রেনের দাবিতে সমাবেশ-স্মারকলিপি

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ০৭:২২আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ০৭:২৪

কিশোরগঞ্জ কিশোরগঞ্জ-ঢাকা রুটে নতুন আরেকটি আন্তঃনগর ট্রেন চালু, আন্তঃনগর এগারসিন্দুর ও কিশোরগঞ্জ এক্সপ্রেসকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করাসহ পাঁচ দফা দাবিতে সমাবেশ করেছে কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরাম। একই দাবিতে রেলমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। সোমবার বিকেলে বাংলাদেশ রেলওয়ের সরকারি পরিদর্শক আখতারুজ্জামান হায়দারের হাতে মন্ত্রীর কাছে লেখা এ স্মারকলিপি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

রেলওয়ের কর্মকর্তারা কিশোরগঞ্জ স্টেশন পরিদর্শনে গেলে সম্মিলিত নাগরিক ফোরামের নেতাকর্মীরা রেলের উন্নয়নে পাঁচ দাবির যৌক্তিকতা তুলে ধরেন।

স্মারকলিপি দেওয়ার আগে স্টেশনে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সমন্বয়ক এনায়েত করিম অমি, কৃষক লীগ নেতা আলমগীর হোসেন, কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজয় রায় খোকা, নারীনেত্রী বিলকিছ বেগম, জেলা পরিষদ সদস্য সানোয়ার হোসেন রুবেল, যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘদিন পার হয়ে গেলেও  কিশোরগঞ্জের রেল ব্যবস্থার কাঙ্খিত উন্নয়ন হয়নি। এ জেলার মধ্যদিয়ে চলাচল করা ট্রেনগুলোর যাত্রীসেবার মানও ভালো না। যে কটি আন্তঃনগর ট্রেন চলাচল করে সেগুলোও সি গ্রেডের। ফলে ট্রেন ভ্রমণে অনেক বিড়ম্বনার মুখোমুখি হতে হচ্ছে যাত্রীদের। অনেক সময় আন্তঃনগর এগারসিন্দুর ও কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচিও ঠিক থাকে না। নিরানন্দ রেলভ্রমণ কিশোরগঞ্জবাসীর যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই রেল সেবার উন্নয়নে আন্দোলনে নেমেছি আমরা। সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়া না হলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।

সম্মিলিত নাগরিক ফোরামের পক্ষ থেকে জানানো হয়, তাদের অন্য দাবির মধ্যে রয়েছে, কিশোরগঞ্জ থেকে ভৈরব পর্যন্ত ডাবল রেল লাইন স্থাপন ও দৌলতকান্দি-কালিকাপ্রসাদ বাইপাস নির্মাণ, আন্তনগর এগারসিন্দুর ট্রেনের নরসিংদী স্টেশনে যাত্রাবিরতি বাতিলকরণ, বিজয় এক্সপ্রেসে কিশোরগঞ্জের জন্য আসন সংখ্যা বাড়ানো, কিশোরগঞ্জ স্টেশনের সার্বিক ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনকরণ, টিকেট কালোবাজারি বন্ধসহ স্টেশনের পরিবেশ উন্নত করা।

এর আগে গত ২২ এপ্রিল একই দাবিতে কিশোরগঞ্জ স্টেশনে রেললাইন অবরোধ, মানববন্ধন ও সমাবেশ করে সংগঠনটি।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লেবাননের ইসরায়েলি হামলায় ২ জঙ্গি নিহত
লেবাননের ইসরায়েলি হামলায় ২ জঙ্গি নিহত
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!