X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মাছ ধরায় বাধা নেই হাকালুকি হাওরে

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ১৭:২৩আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৭:৩৫

হাওর মৌলভীবাজারের হাকালুকি হাওরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এখন মাছ খেলে সমস্যা হবে না। মঙ্গলবার (২৫ এপ্রিল) থেকে হাকালুকি হাওরে জেলেরা ফের মাছ ধরতে পারবেন। কুলাউড়ার উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ মঙ্গলবার বিকালে বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

২৪ এপ্রিল সোমবার হাকালুকি হাওরে ফের মাছ ধরা শুরুর বিষয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্প্রতি টানা কয়েক দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওরের কাঁচা ও আধা পাকা বোরো ধান তলিয়ে যায়। পরে ধান পচে পানি দূষিত হয়ে পড়ে। এতে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। এ অবস্থায় হাওরে মাছ ধরা বন্ধ রাখতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে ১৭ এপ্রিল বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।

কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মো. গোলাম রাব্বি ও সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাওরে স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। এখন মাছ ধরতে আর কোনও বাধা নেই। তবে মৎস্য সংরক্ষণ আইন মেনে নিষিদ্ধ জাল ব্যবহার না করা ও পোনা না ধরতে জেলেদের অনুরোধ জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তি

কুলাউড়ার উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, ‘হাওরের পানিতে আগে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ ২ দশমিক ৫ পিপিএম (আদর্শ মাত্রা ৪-এর বেশি), অ্যাসিড ও ক্ষারের মাত্রা ৫ দশমিক ৮ পিএইচ (আদর্শ মাত্রা ৭ দশমিক ৫ থেকে ৮ দশমিক ৫ পিএইচ) এবং অ্যামোনিয়া গ্যাস ১ পিপিএম (আদর্শ মাত্রা দশমিক ২-এর নিচে) ছিল। সোমবার সকালে হাওরের পানি পরীক্ষা করা হয়। এ সময় দ্রবীভূত অক্সিজেন ৫ দশমিক ১ পিপিএম, অ্যাসিড ও ক্ষারের মাত্রা ৭ দশমিক ৭ পিএইচ এবং অ্যামোনিয়া গ্যাস দশমিক ১ পিপিএম পাওয়া গেছে। এ পরীক্ষায় হাওরের পরিবেশ স্বাভাবিক হওযায় মাছ ধরতে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘ধান পচে পানি দূষিত হওয়ায় হাওরের শুধু কুলাউড়া অংশেই আট মেট্রিক টন মাছ মারা গেছে। প্রতিবছর হাকালুকি হাওরের কুলাউড়া অংশের ১২টি বিলে গড়ে ৯৫০ মেট্রিক টন মাছের উৎপাদন হয়।’

মৌলভীবাজারের জেলা মৎস্য কর্মকর্তা আ ক ম শফিক উজ জামান বলেন, ‘প্রতিবছর হাকালুকিতে ১৪ হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। এবারের বন্যায় মাত্র ২৫ মেট্রিক টন মাছ মারা গেছে। এ সংখ্যা খুব নগণ্য। ক্ষতি পুষিয়ে নিতে আগামী জুন মাসের মধ্যে ১৮ লাখ মাছের পোনা ছাড়া হবে।’

/এফএস/ 

আরও পড়ুন- 


খোয়াই নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে আরও ১০ হাজার হেক্টর জমির ফসল

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী