X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চাঁদা না দেওয়ায় পুলিশের বিরুদ্ধে চালকের পা ভেঙে দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৭, ১০:৫৯আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১০:৫৯

চাঁদা না দেওয়ায় পুলিশের বিরুদ্ধে চালকের পা ভেঙে দেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে চাঁদা না দেওয়ায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের বিরুদ্ধে এক অটোরিক্সা চালককে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে মুমূর্ষু অবস্থায় আহত অটোরিক্সা চালক পলাশকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার বিকালে ঢাকা-রায়পুর মহাসড়কের লক্ষ্মীপুর জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ অটোরিক্সা চালকরা গাছের গুড়ি ফেলে ঘণ্টাব্যাপী ওই সড়ক অবরোধ করে রাখেন। এ সময় যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পরেন যাত্রীরা। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, শহরের ঝুমুর সিনেমা হলের সামনে থেকে যাত্রী নিয়ে অটোরিক্সা চালক পলাশ লক্ষ্মীপুর জিরো পয়েন্ট এলাকায় পৌঁছান। এ সময় সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ অর্কো ওই চালকের কাছে ৫শ’ টাকা চাঁদা দাবি করেন। এ সময় পলাশ তাকে ৩শ’ টাকা দিতে রাজি হন। পরে পুরো টাকা না পেয়ে ওই পুলিশ সদস্য পলাশকে লাথি মেরে টেনেহেঁচড়ে বেধম মারধর করেন। এক পর্যায়ে স্থানীয় জনতা ওই ট্রাফিক পুলিশের হাত থেকে চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এরই মধ্যে ওই ট্রাফিক পুলিশ পালিয়ে যান। পরে চালকরা একত্রিত হয়ে রাস্তা অবরোধ করেন।

চাঁদা না দেওয়ায় পুলিশের বিরুদ্ধে চালকের পা ভেঙে দেওয়ার অভিযোগ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম ঘটনাস্থলে এসে অভিযুক্ত ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে চালকরা অবরোধ তুলে নেন। এসময় ওই পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের বলেন, লিখিতভাবে অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ট্রাফিক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ট্রাফিক পুলিশ অর্কো জানান, ‘প্রতিদিন অবৈধ অটোরিক্সা আটক করে মামলা দেওয়া হয়। ওই অটোরিক্সাটি ধরার পর চালক আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধরতে গেলে সে পড়ে গিয়ে আহত হয়।’

এ সময় তিনি চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘তাকে ৫শ’ টাকার মামলা দেওয়ার কথা বলা হয়েছে।’

তবে ওই এলাকার অটোরিক্সা চালকদের অভিযোগ, ট্রাফিক পুলিশ ধরলেই ৩শ’ থেকে ৫শ’ টাকা না দিলে মামলা অথবা হেনস্থা করা হয়।

এদিকে হাসপাতালে আহত পলাশকে দেখতে এসে তার মা লায়লা আক্তার গণমাধ্যমকর্মীদের বলেন, চাঁদা না পেয়ে পুলিশ আমার ছেলেকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে। সংশ্লিষ্টদের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন জানান, পলাশের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান পা ভেঙে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ