X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১
দাওয়াত না পেয়ে মিলাদ মাহফিলে হামলা

ওসির বিরুদ্ধে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার না করার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৭, ১৪:১৩আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৪:১৭

গোপালগঞ্জ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ওসির বিরুদ্ধে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার না করার অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা আইদুল হক মোল্লা। বুধবার (২৬ এপ্রিল) আইদুল এ ব্যাপরে গোপালগঞ্জের পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়েছে, গত ২৪ মার্চ টুঙ্গিপাড়া উপজেলার বাসুড়িয়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আইদুল তার বাবা আব্দুর রশিদ মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়িতে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রতিবেশী জাহাঙ্গীর ফরাজী নিমন্ত্রণ না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তিনি ও তার লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেন। খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই দিন রাত পৌনে ৯টার দিকে আইদুল হককে পিটিয়ে ও কুপিয়ে আহত করে জাহাঙ্গীরের লোকজন। পরে আইদুলকে গুরুতর অবস্থায় প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গত ২৮ মার্চ আইদুলের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে এ ব্যাপারে গোপালগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে জাহাঙ্গীর ফরাজীসহ ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। বিচারক ওই মামলার সব আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মুক্তিযোদ্ধা আইদুল হক বলেন, ‘টুঙ্গিপাড়া থানায় গ্রেফতারি পরোয়ানা পৌঁছানোর পরও ওসি আসামিদের গ্রেফতার করছেন না। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আসামিরা আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন হুমকি দিচ্ছে। এছাড়া তারা টুঙ্গিপাড়া থানায় আমিসহ আমার পবিবারে ৫ সদস্যের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে।’

তিনি হামলাকারি ওয়ারেন্টভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

তিনি আরও অভিযোগ করে বলেন, ‘এ ব্যাপারে ওসির সঙ্গে দেখা করতে গেলে তিনি আমার সঙ্গে দুর্ব্যবহার করেন।’

দায়েকৃত মামলার মূল আসামি জাহাঙ্গীর ফরাজী বলেন, ‘আইদুল হকের সৌদি প্রবাসী ভাই মনির মোল্লার মেয়ে প্রিয়ার বিয়েকে কেন্দ্র করে আমাদের সঙ্গে তাদের ২৪ মার্চ মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় আইদুল আমাদের ৮ জনের বিরুদ্ধে মামলা করে। পরে আমার মেয়ে সোনিয়া আক্তার ঝুনু বাদী হয়ে আইদুলসহ ৫ জনকে আসামি করে ৩০ মার্চ টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। আমরা তাদের কোনও হুমকি বা ভয়ভীতি প্রদর্শন করিনি।’

টুঙ্গিপাড়া থানার ওসি একেএম এনামূল কবীর মুক্তিযোদ্ধার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কোর্টের ওয়ারেন্ট হাতে পেলেই অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হবে।’

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল ) আমীনুল ইসলাম বলেন, ‘কোর্টের ওয়ারেন্ট তামিল করা আমাদের দায়িত্ব। আমি টুঙ্গিপাড়া থানার ওসিকে ওয়ারেন্ট তামিলের নির্দেশ দিয়েছি।’

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
উপজেলা নির্বাচনতার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
কালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
উপজেলা নির্বাচনকালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র