X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ত্রাণ পাননি হাকালুকির ক্ষতিগ্রস্ত কৃষকরা

সাইফুল ইসলাম
২৯ এপ্রিল ২০১৭, ১৬:৫২আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ১৬:৫২

আগাম বন্যা ও পাহাড়ি ঢলে সর্বস্ব হারিয়েছেন হাওর এলাকার কৃষকরা। বছরের চাহিদা মেটাতো যে বোরো ধান, তার পুরোটাই নষ্ট হওয়ায় তারা এখন দিশেহারা। জেলা প্রশাসনের উদ্যোগে হাকালুকি হাওরের ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। তবে বেশিরভাগ ক্ষত্রিগ্রস্তই এখনও ত্রাণ পাননি বলে অভিযোগ উঠেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক জানা গেছে, মৌলভীবাজার জেলার ৬০টি ইউনিয়নের ৪৯ হাজার ৭২৩টি পরিবারের মধ্যে হাকালুকির হাওরেই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার ৬৭টি ইউনিয়নের মধ্যে ৬০টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওরে ১২০ কোটি ৭৬ লাখ টাকার বোরো ফসল পচে গেছে বন্যায়।

ইউনিয়নগুলোতে ২৪ হাজার ৮৭১টি পরিবার পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৯ হাজার ৭২৩টি পরিবার। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এক লাখ ২১ হাজার ৬০৬ জন এবং আংশিক ক্ষতির শিকার দুই লাখ ৫৮ হাজার ৩৪৮ জন। সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ৮৯১টি ও আংশিক পাঁচ হাজার ৯১০টি। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৮ হাজার ৮৯৮ হেক্টর জমির বোরো ফসল। মাছ মরেছে ২৫ মেট্রিক টন। তবে হাওরে হাঁস, ছাগল ও গরু মারা যাওয়ার পরিসংখ্যান এখনও নিরুপণ করা যায়নি।

মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মিন্টু চৌধুরী জানিয়েছেন, ফসল হারানো দুর্গত মানুষদের জন্য জিআর ২০০ মেট্রিক টন চাল ও নগদ ১০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা ইতোমধ্যে উপজেলা পর্যায়ে ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। আর নতুন করে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য বরাদ্ধ চাওয়া হয়েছে ৫০০ মেট্রিক টন চাল, নগদ ২৫ লাখ টাকা, এক হাজার বান্ডিল ঢেউটিন।

ক্ষতিগ্রস্ত কৃষক এছাড়া, ওএমএস এর চাল বিক্রির অনুমোদন চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে প্রতি পরিবারকে ৫০০ টাকা করে তিন মাস সহায়তা দেওয়া হবে। ৯৮ মেট্রিকটন ভিজিএফ চাল প্রতি পরিবারকে এক মাসের জন্য ৩০ কেজি এক হাজার পরিবারকে দেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।

ভুকশিমইল এলাকায় উস্তার আলী ও রমজান আলী জানান, ত্রাণের লাইনে দাঁড়িয়ে তারা কোনও ত্রাণ না পেয়েই ঘরে ফেরেন। হাকালুকি হাওর পারের কৃষাণী রেনু বেগম বলেন, ‘২৫ কিয়ার ধান ডুবে গেছে। সরকার চাউল দিলে নেতা হকলে মারিয়া নেইন গিয়া। আমার ভাগে ইতা সাহায্য পড়ে না। এখন পর্যন্ত কোনও সরকারি সাহায্য তো দূরের কথা ত্রাণের চালও একমুঠো পাইনি।’

হাকালুকি হাওর এলাকার কৃষক রফিক উদ্দিন বলেন, ‘৪০ কিয়ার ধান ক্ষেত করছিলাম। সব শেষ হয়ে গেল। এখনও সরকারি সাহায্যতো দূরের কথা কেউই খরব নেয়নি।’ কৃষক হাবিবুর রহমানও বলেন, ‘অসহায় হয়ে গেছি। এখন পর্যন্ত কোনও সরকারি সাহায্য পাইছি না। লাইনে দাঁড়িয়ে চাল পাইছি না।’

বড়লেখা তালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস বলেন, ‘গত বৃহস্পতিবার হাকালুকি হাওরের কৃষকের মাঝে এক হাজার ৫৩৯ জনকে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে সুজানগর ইউনিয়নে ৪৯১, বর্ণি ইউনিয়নে ৫৫০, তালিমপুর ৪৯৮ ও ১৩২জনকে নগদ টাকা দেওয়া হয়েছে।’

/এসএমএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ