X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৭, ১৪:৫০আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৪:৫০

গাইবান্ধা জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে  রেহেনা বেগমের (২৫) লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ঘটনার পর থেকেই স্বামী আশরাফুল ইসলাম (৩৫) ও তার পরিবারের লোকজন পলাতক।  

রেহেনা বেগম দুই সন্তানের জননী। তিনি বগুড়ার শিবপুর উপজেলার নামা ধাওয়াগী পোড়ালি গ্রামের মৃত সোলায়মান আলীর মেয়ে এবং গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের খিরিবাড়ী গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আশরাফুল ইসলামের সঙ্গে স্থানীয় এক মেয়ের পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি জানার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনার জের ধরে শনিবার মধ্যরাতে রেহেনাকে ব্যাপক মারধর করেন আশরাফুল। এতে রেহেনা গুরুতর অসুস্থ হলে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন রেহেনার মা ফিরোজা বেগম। তিনি বলেন, তার মেয়েকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে আত্মহত্যার অপ্রচার চালায় আশরাফুল ও তার পরিবারের লোকজন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেহেনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

তিনি আরও জানান, রেহেনাকে পিটিয়ে হত্যা করা হয়েছে নাকি বিষপানে আত্মহত্যা করেছেন তা ময়না তদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত আশরাফুল ইসলাম ও তার পরিবারের লোকজন গা-ঢাকা দেওয়ায় কাউকে পাওয়া যায়নি।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা