X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

উন্নয়ন থামাতেই দেশে জঙ্গি হামলা করা হচ্ছে: খাদ্যমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
১৫ মে ২০১৭, ০৭:২৫আপডেট : ১৫ মে ২০১৭, ০৭:২৫

উন্নয়ন থামাতেই দেশে জঙ্গি হামলা করা হচ্ছে: খাদ্যমন্ত্রী বাংলাদেশ কোনও বিদেশি হুমকি বা চাপের মুখে নতজানু না হয়ে বীরদর্পে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য কুচক্রি মহল দেশে জঙ্গি হামলা করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, ‘জঙ্গি হামলা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ আছে বলেই জঙ্গি দমনে বাংলাদেশ সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারছে।’

রবিবার সকালে বরিশাল সার্কিট হাউজ সভাকক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা' শীর্ষক ওই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বরিশাল বিভাগীয় প্রশাসন। এতে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখন এগিয়ে যাচ্ছি নিরাপদ খাদ্য টার্গেট নিয়ে। ২০৪১ সালের মধ্যে নিরাপদ খাদ্যের গ্যারান্টি দিতে চাই। সবাই মিলে এক সঙ্গে কাজ করলে আমরা সফল হবো। এই আইন বাস্তবায়নের মাধ্যমে উন্নত দেশে যেভাবে নিরাপদ খাদ্য নিশ্চিত করা হয় আমাদের দেশেও সেই নিশ্চয়তা দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাংকের হুমকি বাংলাদেশ মোকাবিলা করেছে। হুমকির মুখেও নিজ অর্থায়ানে পদ্মা সেতু করছে। বিদেশিদের কোনও চাপের মুখে বাংলাদেশ নত হয়নি।’

কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন-২০৩০ আজগুবি ও তুগলকি। আওয়ামী লীগের ভিশন-২০২১ নকল করে খালেদা জিয়া ভিশন-২০৩০ নামে একটি উদ্ভট চিন্তার ভিশন ঘোষণা করেছেন।’

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- খাদ্য মন্ত্রালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ দারা, বরিশাল সদর সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সংসদ সদস্য শেখ মো. টিপু সুলতান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক, সদস্য মো. আব্দুল বাতেন মিঞা, বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান প্রমুখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!