X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পরিস্থিতি এমন না যে আমরা চাল সংগ্রহ করতে পারবো না: খাদ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি
১৬ মে ২০১৭, ২০:১১আপডেট : ১৬ মে ২০১৭, ২০:১৪

রংপুরে খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেছেন, ‘দেশে এমন কোনও পরিস্থিতি বা দুর্যোগ দেখা যায়নি যে আমরা চাল সংগ্রহ করতে পারবো না। এখনও পুরো দমে ধান কাটা, মাড়াই শুরু হয়নি। ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘দেশে কোনও খাদ্য সংকট নেই এবং আগামীতে খাদ্য ঘাটতি হওয়ারও কোনও আশঙ্কা নেই। অথচ সরকারকে বেকায়দায় ফেলতেও  মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে সরকারবিরোধী রাজনৈতিক দলের অনুসারি ব্যবসায়ী ও মিলাররা যোগসাজশ করে বিভিন্ন ধরনের প্রচারণা শুরু করেছে।’

মঙ্গলবার (১৬ মে) বিকালে রংপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী এসব কথা বলেন। গম ও বোরো চাল সংগ্রহ অভিযান ২০১৭ বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘দেশের হাওরাঞ্চলে প্রতি বছর দুর্যোগ আসে। সেখান থেকে মাত্র ৩ শতাংশ চাল আমরা সংগ্রহ করি। এবার দেশের হাওর অঞ্চলে ৬ লাখ এবং ব্লাস্ট রোগে দেশের অন্যান্য জায়গায় আরও ৫/৬ লাখ টন চাল কম উৎপাদন হতে পারে। তার পরেও ১ কোটি ৮০ লাখ মেট্রিক টন চাল উৎপাদন হবে। এরপরেও এক শ্রেণির মজুতদার অসাধু ব্যবসায়ী চালের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা মিথ্যা প্রচারণার মাধ্যমে মানুষের মধ্যে পেনিক (আতঙ্ক) সৃষ্টির চেষ্টা করছে।’ চলতি বোরো মৌসুমে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ কোটি ৯১ লাখ টন নির্ধারণ করা হয়েছিল বলেও জানান তিনি।

আগামী এক মাসের মধ্যে পুরো দমে ধান কাটা শুরু হলে চালের বাজার ফের স্থিতিশীল হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী। এবার রংপুর বিভাগ থেকে ২ লাখ ৮ হাজার ৫৫৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে বলে মন্ত্রী ঘোষণা করেন।

রংপুর জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাদ্য অধিদফতরের মহাপরিচালক বদরুল হাসান, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবীরসহ ঊর্ধতন খাদ্য কর্মকর্তা ও খাদ্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

/এফএস/

আরও পড়ুন- 
হলি আর্টিজানের মতো ঝুঁকি এখনও রয়েছে: ডেনমার্কের রাষ্ট্রদূত

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!