X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হাওর পরিস্থিতি দেখতে বৃহস্পতিবার নেত্রকোনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি
১৭ মে ২০১৭, ০২:৪৪আপডেট : ১৭ মে ২০১৭, ০৩:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে বৃহস্পতিবার (১৮ মে) নেত্রকোনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেজগাঁও বিমানবন্দর থেকে রওনা দিয়ে সকাল পৌনে ১০টায় নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পৌঁছাবেন। এরপর খালিয়াজুরী কলেজমাঠে ক্ষতিগ্রস্ত কৃষক ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। পরে স্থানীয় কলেজ মাঠের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সেখান থেকে নগর ইউনিয়নের বল্লভপুর এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার। দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

জেলা প্রশাসক ড. মুফফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ, র‌্যাবসহ সাদা পোশাকের গোয়েন্দাদের সমন্বয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে নেত্রকোনার ক্ষতিগ্রস্ত মানুষরা আশার আলো দেখছেন। প্রধানমন্ত্রী সরেজমিন হাওর এলাকা ঘুরে ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেই আশা তাদের।

আগাম বন্যা ও পাহাড়ি ঢলে জেলার ১৩৪টি ছোট-বড় হাওরের বোরো ফসল তলিয়ে গেছে। ক্ষতির সম্মুখীন হয়েছেন এক লাখ ৭৪ হাজার ৯৪৫ জন কৃষক। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের মধ্যে ৫০ হাজার ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে। এছাড়া বন্যার শুরু থেকেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জেলায় ৫ হাজার ২৫৫ শত মেট্রিক টন চাল ও প্রত্যেককে ৫০০ টাকা করে দেওয়ার জন্য মোট পৌনে ৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন অনেক কৃষক। তাদের আশা, প্রধানমন্ত্রী তাদের দুঃখ মোচনে বড় কোনও ঘোষণা দেবেন।

জেলা প্রশাসক ড. মুফফিকুর রহমান জানান, ৭২ জন ওএমএস ডিলারের মাধ্যমে খোলা বাজারে ১৫ টাকা কেজি ধরে চাল ও ১৭ টাকা কেজি ধরে আটা বিক্রয় হচ্ছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ