X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি
১৮ মে ২০১৭, ২০:৩৬আপডেট : ১৮ মে ২০১৭, ২০:৩৬

ঝালকাঠিতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠিতে সাংবাদিক এইচএম বাদলকে নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা কমিটি। ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও তার ছেলের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদে লাইক দেওয়ায় তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এ ঘটনায় দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল করিম সাংবাদিক নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করেছেন।

অন্যদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএসএমএফ কেন্দ্রীয় কমিটি আগামী ২১ মে রবিবার সারাদেশের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর কাছে এ ঘটনার বিচার দাবি করে স্মরকলিপি দিবে।

প্রসঙ্গত, বনানীর হোটেল রেইন ট্রিতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বিএইচ হারুন ও তার ছেলে মাহির হারুনকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফেসবুকে ওই সংবাদে লাইক দেওয়ায় ঝালকাঠির কাঁঠালিয়ার সাংবাদিক এইচএম বাদলকে স্থানীয় উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার ও তার লোকজন গত মঙ্গলবার দুপুরে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত সাংবাদিক বাদল বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

/জেবি/

আরও পড়তে পারেন: বিচার বিভাগ স্বাধীন, বিচারকরা নন: প্রধান বিচারপতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
প্রয়াণ দিবসে স্মরণডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ