X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শাবি ছাত্রলীগ সভাপতিসহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সিলেট প্রতিনিধি
২১ মে ২০১৭, ১৫:৫৩আপডেট : ২১ মে ২০১৭, ১৫:৫৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় শাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিবন চক্রবর্তী পার্থসহ তিন ছাত্রলীগ নেতার  বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ওই ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন আমলে নিয়ে রবিবার (২১ মে) এ পরোয়ানা জারি করেন সিলেট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মুহিতুল হক।

গ্রেফতারি পরোয়ানা ভুক্ত অন্য দুই আসামি হলেন- শাবি ছাত্রলীগ নেতা সাজ্জাদ রিয়াদ ও মাহমুদুল হাসান রুদ্র। গ্রেফতারি পরোয়ানা জারি করার বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আব্দুল মালেক জানান, যৌন হয়রানিতে এই তিনজনের সংশ্লিষ্টতার প্রমাণ পায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি। গত ৪ মে তদন্ত প্রতিবেদন দাখিল করেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা তাসলিমা শরমিন।

অ্যাডভোকেট আব্দুল মালেক আরও জানান, গত ১২ এপ্রিল সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞতানামা আরও ৪/৫ জনকে আসামি করে মামলা করেন ওই স্কুল ছাত্রীর মা । মামলায় আসামিদের বিরুদ্ধে গত ৮ এপ্রিল শাবি শহীদ মিনারের সামনে তার মেয়েকে যৌন হয়রানি করার অভিযোগ করেন তিনি। ঘটনার দিন ওই ছাত্রী এক আত্মীয়ের সঙ্গে শাবিতে বেড়াতে গিয়েছিলেন।

আদালত সূত্র জানায়, মামলা দায়েরের পর ওইদিনই বিচারক মুহিতুল হক বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা তাসলিমা শরমিন এই তদন্তের দায়িত্ব পান। জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে  তিনি উল্লেখ করেন, ভিকটিমের প্রতি আসামি রিয়াদ অশ্লীল অঙ্গভঙ্গি করে ও সিগারেটের ধোয়া ছোঁড়ে। আসামি রুদ্র ওই মেয়েকে চড় থাপ্পর মারে ও অশ্লীল ভাষা ব্যবহার করে যৌন হয়রানি করে বলে প্রমাণ পাওয়া যায়। এই আসামিরা বিশ্ববিদ্যালয় গোল চত্বরে ওই ঘটনার প্রত্যক্ষদর্শী নবিউল দিপু ও সর্দার আব্বাসকে মারধর করে, সেই ঘটনারও প্রমাণ মিলেছে তদন্তে।

/এফএস/ 

আরও পড়ুন- 

তালা মেরে ‘জঙ্গি আস্তানা’ ছেড়েছে র‌্যাব

সম্পর্কিত
সর্বশেষ খবর
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
ইমরান খান ও বুশরা বিবিরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী