X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে টিসিবির পণ্য বিক্রি অনিয়মিত

কুড়িগ্রাম প্রতিনিধি
২৫ মে ২০১৭, ১২:৩০আপডেট : ২৫ মে ২০১৭, ১২:৩০

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ কুড়িগ্রামে অনিয়মিতভাবে বিক্রি হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য। রমজান মাসকে সামনে রেখে গত ১৪ মে কুড়িগ্রামের জেলা প্রশাসকের কার্যালয় ও পৌরসভার সামনে এ পণ্য বিক্রি শুরু হয়। কিন্তু গত ২৪ মে পর্যন্ত মাত্র চারদিন পণ্য বিক্রি হয়েছে।

এদিকে, টিসিবির পণ্যে ক্রেতাদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। বুধবার কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে দেখা যায় ক্রেতারা বেশ আগ্রহ নিয়ে টিসিবি পণ্য কিনছেন। আর চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে হিমশিম খাচ্ছেন ডিলারের প্রতিনিধিরা। এ সময় পুরুষদের পাশাপাশি নারীদেরও টিসিবি পণ্য ক্রয় করতে দেখা গেছে। তবে টিসিবির ছোলা, চিনি ও তেল নিয়ে অভিযোগ না থাকলেও মুশুর ডালের মান নিয়ে সংশয় প্রকাশ করেছেন ক্রেতারা।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে টিসিবির পণ্য কিনতে আসা হেলাল নামের এক ব্যক্তি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টিসিবির মুশুর ডাল খুব মোটা। প্যাকেজে পণ্য কিনতে হয় বলে মুশুর ডালও নিতে বাধ্য হচ্ছি। তবে সিদ্ধ হবে কি না সন্দেহ হচ্ছে।’

একই ধরণের সংশয় প্রকাশ করেন রিপন, সামাদ ও শাওনসহ বেশ কয়েকজন ক্রেতা।

তবে ক্রেতারা অভিযোগ করে বলেন, জেলা শহরের দু’টি স্থানে একই সঙ্গে পণ্য বিক্রির কথা থাকলেও বিক্রি হচ্ছে কেবল একটি স্থানে। শুরুর পর এখন পর্যন্ত মাত্র চারদিন পণ্য বিক্রি হয়েছে। পণ্য বিক্রি সংক্রান্ত কোনও প্রচারণা না থাকায় এবং পণ্য সরবরাহ পর্যাপ্ত না থাকায় সাধারণ মানুষ টিসিবি পণ্য ক্রয় করতে ব্যার্থ হচ্ছেন।

টিসিবির স্থানীয় ডিলার মেসার্স শাহীন ট্রেডার্সের মালিক মো. শাহীন জানান, ‘আমরা নিয়মিত পণ্য বিক্রি করতে চাই। কিন্তু টিসিবি চাহিদার তুলনায় পণ্য কম দেওয়ায় দু’দিনের মাল একদিনেই শেষ হয়ে যায়। সেক্ষেত্রে আর দ্বিতীয় দিন পণ্য বিক্রির সুযোগ থাকে না। তবে বরাদ্দ বেশি দিলে আমরা নিয়মিত পণ্য বিক্রি করবো।’

একই দিনে দুই স্থানে বিক্রি হচ্ছে না কেন? জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী রবিবার থেকে পৌরসভার সামনেও টিসিবির পণ্য বিক্রি করা হবে।’

এ বিষয়ে কুড়িগ্রামের নব নিযুক্ত জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান বলেন, ‘একজন ডিলার অসুস্থ থাকায় টিসিবির পণ্য বিক্রতে সমস্যা হচ্ছে। তবে এ ধরণের সমস্যা যেন আর না হয় সেজন্য আমরা ব্যবস্থা নেবো।’

টিসিবি সূত্রে জানা গেছে, সারাদেশে ১৮৫টি ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ঢাকায় ৩৩টি, চট্টগ্রামে ১০টি, বিভাগীয় শহরগুলোতে পাঁচটি এবং বাকি জেলা সদরগুলোতে দুইটি করে ট্রাকে পণ্য বিক্রি হবে। প্রতিটি ট্রাকে প্রতিদিন আড়াইশ থেকে তিনশ কেজি মসুর ডাল, তিনশ থেকে চারশ কেজি চিনি, তিনশ থেকে চারশ কেজি ছোলা, ২০ থেকে ৩০ কেজি খেজুর এবং তিনশ থেকে চারশ লিটার সয়াবিন তেল বিক্রি করা হবে। প্রতি লিটার সয়াবিন তেল ৮৫ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৮০ টাকা, ছোলা ৭০ টাকা ও খেজুর ১২০ টাকায় বিক্রি করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ চার কেজি চিনি, তিন কেজি মসুর ডাল, পাঁচ লিটার সয়াবিন তেল, পাঁচ কেজি ছোলা ও এক কেজি খেজুর কিনতে পারবেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ