X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পুলিশের সোর্সের বিরুদ্ধে চাঁদা না পেয়ে প্রবাসীর ওপর হামলার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
১৪ জুন ২০১৭, ০৬:০১আপডেট : ১৪ জুন ২০১৭, ০৬:২০

বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলায় লতিফ বেপারী (৩২) নামে পুলিশের এক সোর্সের বিরুদ্ধে চাঁদা দাবি করে না পেয়ে দলবল নিয়ে এক সৌদি প্রবাসীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১২ জুন) রাতে উপজেলার দক্ষিণ গোবর্দ্ধন গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকালে লতিফ বেপারীকে আটক করে পুলিশ। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বাংলা ট্রিবিউনের কাছে এসব তথ্যের সত্যতা স্বীকার করেছেন। তবে লতিফ বেপারীকে পুলিশের সোর্স বলে স্বীকার করেননি তিনি।

ওসি ফিরোজ কবির বলেন, ‘লতিফ বেপারী তো পরের কথা, আমাদের কোনও সোর্স-ই নেই। তবে লতিফ বেপারীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে চাঁদা দাবি ও প্রবাসীকে মারধরের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

হামলার শিকার সৌদি প্রবাসীর নাম সৈয়দ চুন্নু। তার অভিযোগ, বেধড়ক মারপিটের পর হামলাকারীরা তার কাছে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

সৈয়দ চুন্নু আরও বলেন, ‘আমি দীর্ঘদিন সৌদি থাকার পরে সম্প্রতি বাড়িতে এসে পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করি। ১০-১২ দিন আগে গৌরনদী থানার পুলিশের সোর্স বলে পরিচিত লতিফ বেপারী আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় গত ১০ জুন সন্ধ্যায় গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম এবং সাদা পোশাকধারী আরও তিন পুলিশকে সঙ্গে নিয়ে লতিফ বেপারী আমার বাড়িতে এসে মাদক মামলায় জড়ানোর ভয়ভীতি দেখিয়ে হ্যান্ডকাপ পরাতে উদ্যত হয়। এসময় স্থানীয় লোকজন জড়ো হয়ে এ ঘটনার প্রতিবাদ জানালে দেখে নেওয়ার হুমকি দিয়ে তারা চলে যায়।’

তিনি বলেন, ‘এরপর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হই। দক্ষিণ গোবর্দ্ধন তুলার মিলের কাছে পৌঁছালে লতিফ বেপারীসহ ৭-৮ জন আমাকে আবারও চাঁদা দিতে বলে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে লতিফ বেপারী ও তার সহযোগীরা আমাকে বেধড়ক পিটিয়ে সঙ্গে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।’ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলেও জানান চুন্নু।

চাঁদশী ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম সরদার বলেন, ‘আমরা গিয়ে চুন্নুকে উদ্ধার না করলে তাকে হামলাকারীরা মেরেই ফেলত। লতিফ বেপারী দীর্ঘদিন ধরে লোকজনকে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছে।’

চুন্নুর নির্মাণাধীন পাকা বাড়ির মূল মিস্ত্রী মো. আকবর হোসেন (৩৫) অভিযোগ করেন, ‘লতিফ বেপারী আমার কাছেও বিশ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে সে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেয়। নিরুপায় হয়ে আমি তাকে আট হাজার টাকা দিয়েছি।’

চুন্নুর বড় ভাবী রিমা রহমান (৩০) অভিযোগ করেন, ‘ঘটনার পর থানায় মামলা দিতে গেলে এসআই মাজাহার চাঁদাবাজির উল্লেখ না করে মামলা দিতে বলেন। তবে আমরা তাতে রাজি হইনি।’

এসআই মো. মাজাহারুল জানান, তার বিরূদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। চুন্নুর বাড়িতে ইয়াবা সেবনের আসর বসার মৌখিক অভিযোগ পেয়ে তিনি তার বাড়িতে গিয়েছিলেন। চুন্নুকে হুমকি দেওয়া বা হ্যান্ডকাপ পড়াতে উদ্যত হওয়ার কথাও অস্বীকার করেন তিনি। তবে সোমবার রাতে মারধরের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন বলে জানান।

লতিফ বেপারী বলেন, ‘আমি চাঁদা চাইনি এবং হামলার সঙ্গে জড়িত নই। এমনকি, পুলিশের সোর্স বলেও আমি এলাকায় পরিচয়ও দিই না।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী