X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ভেজালবিরোধী অভিযান, ৭ প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

রাজশাহী প্রতিনিধি
১৯ জুন ২০১৭, ২১:২৪আপডেট : ১৯ জুন ২০১৭, ২১:২৬

রাজশাহী রাজশাহী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদনের পাশাপাশি বিভিন্ন অভিযোগে সাতটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ জুন) বিকালে মহানগর পুলিশের উদ্যোগে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহযোগিতায় সাতটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতেখায়ের আলম বলেন, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, রাজশাহীর সহকারী পরিচালক হাসান আল মারুফ ও সহকারী পরিচালক অপূর্ব অধিকারী, মহানগর গোয়েন্দা পুলিশের এসআই আমিনুর রহমান ও এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে নগরীর বিসিক এলাকার বিশাল ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার, কুন্ডু বেকারি লিমিটেডকে ২০ হাজার, পদ্মা ফুড প্রোডাক্টসকে ১ লাখ, মডার্ন ফুড প্রোডাক্টসকে ১০ হাজার, নূর বেকারি লিমিটেডকে ৫০ হাজার, জীবন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে ১ লাখ ও শিরোইল এলাকার শাহী লাচ্ছা সেমাইকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমান প্রতিষ্ঠানগুলোকে এই অর্থদণ্ড দেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, রাজশাহীর সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, যে সব প্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে তাদের মধ্যে জীবন ক্যামিক্যাল অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ পচা কাঁচামাল দিয়ে ডেক্সট্রোজ তৈরি করছে। তাদের বিএসটিআই’র কোনও অনুমোদন নেই। তারপরও তারা বিএসটিআই’র লোগো ব্যবহার করছে। তারা ট্যাঙ জাতীয় একটি পানীয় তৈরি করছে যার উৎপাদনের কোনও তারিখ নেই। কোনও মেয়াদ দেওয়াও নেই। পদ্মা ফুড তাদের সেমাইয়ের মেয়াদ লিখে রেখেছে দুই বছর। তারা কিসের পরিপ্রেক্ষিতে এই মেয়াদ লিখেছে তার কোনও প্রমাণপত্র দিতে পারেনি। এছাড়া তারা মেঝতে ফেলে সেমাই মোড়কজাত করছে।

তিনি আরও বলেন, সেমাই একটি খাদ্য পণ্য। এমন জায়গায় রেখে সেমাই মোড়কজাত করতে হবে যেখানে ভাত রেখে খাওয়া যায়। এই প্রতিষ্ঠানের বেসনের মধ্যে পোকা রয়েছে।

অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।

এর আগে গত ৭ জুন রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজশাহী নগরীতে মহানগর পুলিশের নেতৃত্বে ভেজালবিরোধী অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিসিক এলাকার লক্ষী ফুড প্রোডাক্টসকে ১০ দশ হাজার টাকা, প্রাণ এগ্রো লিমিটেডকে ৫০ হাজার টাকা, ইউসুফ ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা, রুচিতা ফুড লিমিটেডকে ৫ হাজার টাকা, শাহমখদুম থানা এলাকার দাদা লাচ্ছা সেমাই ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা, ডিঙ্গাডোবাস্থ শাহমখদুম বিস্কিট ফ্যাক্টরিকে ১ লাখ টাকা, লক্ষীপুর মোড়স্থ তৃপ্তি খাবার হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা