X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিরোধী দল পারলে দেশটা পাকিস্তানের কাছে বিক্রি করে দেয়: সংস্কৃতি মন্ত্রী

রংপুর প্রতিনিধি
২০ জুন ২০১৭, ১৭:২৬আপডেট : ২০ জুন ২০১৭, ১৭:৪২

রংপুরে শিল্প কলা একাডেমি অডিটরিয়াম ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর (ছবি রংপুর প্রতিনিধি)

বিরোধী দল পারলে দেশটা পাকিস্তানের কাছে বিক্রি করে দেয় মন্তব্য করে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেন, ‘পৃথিবীর অন্য দেশেও সরকারি দল ও বিরোধী দল আছে। একে অপরকে গালাগাল দেয়, মারামারি করে। কিন্তু যখন দেশ নিয়ে কথা উঠে তখন সবাই এক হয়ে যায়। কিন্তু আমাদের দেশের  বিরোধী দলের অবস্থা উল্টো। মঙ্গলবার দুপুরে রংপুরে শিল্পকলা একাডেমি অডিটরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,‘বাংলাদেশ তো ইউরোপ আমেরিকা নয়, আমাদের দেশের সমস্যা বুঝতে হবে। পৃথিবীতে এমন কোনও দেশ আছে যেখানে কোনও রাজনৈতিক দল দেশের স্বাধীনতাকে অস্বীকার করে?

আসাদুজ্জামান নুর বিএনপি জামায়াত জোটের কঠোর সমালোচনা করে বলেন, ‘আমরা তাদের ধংসের রাজনীতি দেখেছি। দিন-দুপুরে মানুষ পুড়িয়ে মারা, বাড়িতে আগুন দেওয়া, বৈদ্যুতিক খুঁটি উপড়ে ফেলা, গাছ কেটে ফেলা। এটা কোন ধরনের রাজনীতি? দেশের মানুষ তাদের এ ধংসের রাজনীতি প্রত্যাখান করেছে।

তিনি আরও বলেন,‘তারা আমার গাড়ি বহরে হামলা করে চার নেতা-কর্মীকে হত্যা করেছে। তারা আমাকে বাঁচানোর জন্য জীবন দিয়েছে। তাদের দেশ প্রেম বলতে কিছু নেই।’

মন্ত্রী বলেন, আমরা সেই দল করি, যারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগ মিথ্যা প্রতিশ্রুতি দেয় না আর যা দেয় তা রক্ষা করার চেষ্টা করে। রংপুরে সর্বাধুনিক শিল্পকলা অডিটরিয়াম নির্মাণ হলে তা উত্তরাঞ্চলে সাংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে মন্ত্রী রংপুর নগরীর টাউন হল চত্বরে ২৮ কোটি টাকা ব্যয়েকরেন।

রংপুরের জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইবরাহিম হোসেন খান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত হোসেন লাকীসহ অন্য নেতারা।

/জেবি/

আরও পড়তে পারেন: ১২০ টাকা আদায় করতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর



 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ