X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট নেই

গাজীপুর প্রতিনিধি
২৩ জুন ২০১৭, ১৫:৩৪আপডেট : ২৩ জুন ২০১৭, ১৫:৩৪

যানজট না থাকলেও গাড়ির চাপ রয়েছে শুক্রবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোনও যানজট তৈরি হয়নি। টাঙ্গাইল ও ময়মনসিংহগামী যানবাহনের তুলনায় ঢাকাগামী যানবাহন নিতান্তই কম। ফলে মহাসড়কের ঢাকাগামী রাস্তা প্রায় ফাঁকা। সড়কে চলাচলকারী যানবাহন বিকল হওয়ারও কোনও খবর পাওয়া যায়নি।

ঢাকা নবীনগর-গাজীপুর সড়কের নিরাপদ পরিবহনের চালক আব্দুল কুদ্দুস বলেন, ‘শুক্রবার সকাল থেকে একাধিকবার চন্দ্রা ত্রিমোড় হয়ে যাতায়াত করেছি। সকাল থেকে গাড়ির চাপ থাকলেও তা শুধুমাত্র ঢাকা থেকে বাইরে বের হওয়ার লাইনটিতেই রয়েছে। ঢাকা অভিমুখী লাইনে গাড়ির চাপ কম। তবে সড়কের কোথাও গাড়ি থেমে নেই বা দীর্ঘ কোনও যানজট সৃষ্টি হয়নি।’

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ব্যবসায়ী আসাদুজ্জামান বলেন, আব্দুল্লাহপুর পর্যন্ত সড়ক চওড়া করায় এ পর্যন্ত যানবাহন স্বাভাবিক গতিতেই চলেছে। টঙ্গী থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত গাড়ির গতি কম থাকলেও সেটাকে যানজট বলা যাবে না।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, মহাসড়কে হালকা যানবাহনগুলো প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যানবাহনের গতি স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ গাজীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম বদরুল আলম জানান, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাইওয়ে পুলিশের তিন শতাধিক সদস্য যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে তারা দায়িত্ব পালন করছেন। বিকল গাড়ি দ্রুত সরাতে সড়কগুলোর বিভিন্ন পয়েন্টে রেকার রাখা হয়েছে। যাত্রী উঠানোর জন্য কোনও গাড়িকেই মহাসড়কে পার্কিং করতে দেওয়া হচ্ছে না। ভারী বৃষ্টিপাত বা গাড়ি বিকল না হওয়ায় যানবাহন মহাসড়কে গাজীপুরের গুরুত্বপূর্ণ পয়েন্ট খুব সহজেই অতিক্রম করতে পারছে।

/এসএসএ/বিএল/ 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ