X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে ছাত্রলীগ-যুবলীগের হামলায় ১০ পুলিশ সদস্য আহত

চাঁদপুর প্রতিনিধি
২৩ জুন ২০১৭, ১৯:২৮আপডেট : ২৩ জুন ২০১৭, ১৯:৪৮

পুলিশের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা (ছবি- চাঁদপুর প্রতিনিধি)

চাঁদপুরে ছাত্রলীগ- যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। পুলিশের অভিযোগ, এক মোটরসাইকেলে তিন আরোহী থাকায় মামলা করতে চাইলে ছাত্রলীগ- যুবলীগ নেতাকর্মীরা হামলা চালায়। শুক্রবার (২৩ জুন) বিকাল সোয়া ৪টার দিকে শহরের প্রাণকেন্দ্র কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আশ্রাফুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর পুলিশ অ্যাকশনে গেলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। বিকাল সাড়ে ৪টার পর্যন্ত এ অবস্থা চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি বর্ষণ করে। এ সময় ১০ পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেনও রয়েছেন।
স্থানীয়রা জানান, ওই মোটরসাইকেলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহেদুল ইসলাম রোমান ছিলেন। শহরের কালিবাড়ি পুলিশ বক্সের সামনে এলে তিনজন আরোহী দেখে মোটরসাইকেলটির গতিরোধ করে পুলিশ। এ সময় মামলার প্রস্তুতি নিতে গেলেই হামলার শিকার হন পুলিশ সদস্যরা। পরবর্তীতে ওই ছাত্রলীগ নেতার খবরে কালিবাড়ি এলাকায় জড়ো হয় ছাত্রলীগ-যুবলীগের কয়েকশ’ নেতাকর্মী। এ সময় তারা পুলিশের গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। পুলিশ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে স্বল্পসংখ্যক পুলিশ তাদের কাছে অসহায় হয়ে পড়ে। এ অবস্থায় অতিরিক্ত ফোর্স আসলে মারমুখী হয়ে উঠে পুলিশও। প্রায় আধাঘন্টা পর পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মারমুখী হয়ে উঠে পুলিশও (ছবি- চাঁদপুর প্রতিনিধি)

অতিরিক্ত পুলিশ সুপার আশ্রাফুজ্জামান জানান, মোটরসাইকেলে তিনজন থাকায় পুলিশ তাদের থামায়। এ সময় পুলিশ মামলা করতে গেলে তাদের উপর হামলা করা হয়। সেখানে কিছু যানবাহনও ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে ট্রাফিক ইন্সপেক্টরের মোটরসাইকেলটি ভেঙে ফেলে তারা।
/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!