X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

কুমিল্লা প্রতিনিধি
২৫ জুন ২০১৭, ১৮:১১আপডেট : ২৫ জুন ২০১৭, ১৮:২৩

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান (ছবি-কুমিল্লা প্রতিনিধি)

কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘সকাল সাড়ে আটটায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কুমিল্লার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া বৈরী থাকলে ঈদগাহের পাশের জিমনেসিয়ামে একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে। জায়গা না হলে একাধিক বার জামাতের ব্যবস্থা করা হবে।’

কুমিল্লা তথ্য অফিস সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও শহরের ২৭টি ওয়ার্ডের ঈদের জামাত পৃথকভাবে সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে অনুষ্ঠিত হবে। এর মধ্যে মৌলভীপাড়া ঈদগাহ, ভাটপাড়া পূর্বপাড়া জামে মসজিদ, ভাটপাড়া পশ্চিমপাড়া জামে মসজিদ, রেইসকোর্স নূর মসজিদ, মোগলটুলী শাহসুজা মসজিদ, শুভপুর শাহী ঈদগাহ ময়দান, অশোকতলা জামে মসজিদ, উত্তর আশরাফপুর (হালুয়াপাড়া) জামে মসজিদ, উত্তর চর্থা মিরসাঈদুর জামে মসজিদ, দক্ষিণ চর্থা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দক্ষিণ চর্থা কবরস্থান মসজিদ, টিক্কারচর কারবালা মাঠ (বৃষ্টি হলে সংরাইশ পাক পাঞ্জাব জামে মসজিদ), নূরপুর গুধীরপুকুরপাড় জামে মসজিদ ঈদগাহ, দিশাবন্দ কেন্দ্রীয় ঈদগাহ, সদরগাজী জামে মসজিদ, পুরাতন পদুয়ার বাজার ঈদগাহ, কোটবাড়ি গন্ধমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং চৌয়ারা বাজার কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টা থেকে ৯টায় ঈদের জামাত হবে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ইতোমধ্যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি শতভাগ শেষ হয়েছে। ঈদ্গাহ মাঠ প্রস্তুতে প্রায় ৫০ জন শ্রমিক বিরতিহীনভাবে কাজ করছেন। এই ঈদগাহ মাঠের রয়েছে ৬টি গেট। সবগুলোকে সাজানো হয়ে বিভিন্ন রঙ্গের কাপড় ও আলোকসজ্জা দিয়ে। ঈদগাহ মাঠের চারপাশে রয়েছে দেয়াল। চার দেয়ালে এখন লাগানো হচ্ছে নতুন রঙ এবং আকাঁ হচ্ছে ইসলামিক কারুকার্য।

কুমিল্লা তথ্য অফিস সূত্রে জানা গেছে, প্রধান জামাত হওয়ায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ঈদের নামাজে অংশ নেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা জজ, মেয়র, উপজেলা চোয়ারম্যানসহ সমাজের সব পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। কুমিল্লা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে লাখ খানেক মুসল্লির জন্য প্রস্তুত হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা