X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কামারখন্দে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৩০

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ জুন ২০১৭, ১৭:১২আপডেট : ২৮ জুন ২০১৭, ২১:০৫

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত এবং আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাইকোশা ও বাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসু দেব সিনহা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম ফরিদুল  ইসলাম (২৫)। তিনি পাইকোশা গ্রামের দানেজ আলীর ছেলে। সংঘর্ষে আহত হলে প্রথমে তাকে জেলা সদরের আড়াইশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঈদের আগে টাকা-পয়সার ভাগ-বাটোয়ারা নিয়ে পাইকোশা ও বাগবাড়ি গ্রামের দুই দল যুবলীগ নেতাকর্মীর মধ্যে গণ্ডগোল হয়। এর জের ধরে বুধবার দুপুরে যুবলীগের দুটি পক্ষ আবারও সংঘাতে জড়িয়ে পড়ে। এতে পরে দুই গ্রামের মানুষরাও জড়িয়ে যায়। এসময় লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে উভয় গ্রামের লোকজন একে-অপরের ওপর হামলে পড়ে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে ৬-৭ জনকে উদ্ধার করে জেলা সদরের আড়াইশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

ওসি বাসু দেব বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।’

সদর হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বলেন, 'সংঘর্ষের ঘটনায় যে ক’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার মধ্যে পাইকোশার আনোয়ার নামে অন্য একজনের অবস্থা আশংকাজনক।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী