X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘নাফ নদীতে মাছ ধরা বন্ধ রেখে ইয়াবা চোরাচালান কমে কিনা দেখতে চাই’

চট্টগ্রাম ব্যুরো
১৫ জুলাই ২০১৭, ১৯:৪০আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১৯:৪১

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠান ইয়াবার চোরাচালান ঠেকাতে নাফ নদীতে পরীক্ষামূলকভাবে মাছ আহরণ বন্ধ করার চিন্তা-ভাবনা করছে সরকার। শনিবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র‌্যাব-৭ এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মন্ত্রী বলেন, ‘আমরা নাফ নদীতে পরীক্ষামূলকভাবে মাছ আহরণ বন্ধ রেখে ইয়াবা পাচার নিয়ন্ত্রণে আসে কিনা সেটি দেখতে চাই। মাছ আহরণ বন্ধ রেখে নিশ্চিত হতে চাই কারা নদী অতিক্রম করে ওই পাড় থেকে ইয়াবা নিয়ে আসে। জেলেরা নদীতে মাছ আহরণ বন্ধ রাখলে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা সহজে ইয়াবা পাচারকারীদের সনাক্ত করতে পারবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো।’ মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠান

র‌্যাব-৭ এর উদ্ধার করা মাদকদ্রব্য ধ্বংস করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ১২টায় র‌্যাব-৭ এর পতেঙ্গা কার্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠান শেষে উদ্ধারকৃত ৩৫ লাখ ৭০ হাজার ইয়াবা, ২০০ কেজি গাঁজা, ৭ হাজার ১৮১ বোতল ফেনসিডিল এবং ২০০ বিদেশি মদ ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘একটা সময় ভারত থেকে প্রচুর পরিমাণ ফেনসিডিল আসতো। আমরা ভারতের সঙ্গে কয়েক দফায় বৈঠক করার পর সেটি এখন নিয়ন্ত্রণে এসেছে। ইয়াবা রোধে আমরা মিয়ানমারের সঙ্গে বেশ কয়েক দফায় কথা বলেছি। এখনও বলে যাচ্ছি। তারা সহযোগিতার আশ্বাস দিচ্ছেন। কিন্তু আমরা তার সুফল পাচ্ছি না। আশা করছি মিয়ানমার ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে আরও আন্তরিক হবে।’

এসময় স্টেজের পাশে ধ্বংসের জন্য সাজিয়ে রাখা ইয়াবা দেখিয়ে মন্ত্রী বলেন, ‘ওই দেখেন ওখানে অনেকগুলো ছোট ছোট প্যাকেট আছে। প্রত্যেকটা প্যাকেটে ১০ হাজার ইয়াবা আছে। একটা ৩০০ টাকা করে ধরলে এই ছোট প্যাকেটের দাম ৩০ লাখ টাকা। অথচ এই প্যাকেটটি পরিবহনে তেমন কোনও খরচ নেই। পকেটে করেই পার করা ইয়াবাগুলো পার করা যায়। আর নিতে পারলেই লাভ। তাই এই ব্যবসা কেউ ছাড়তে চায় না।’ Photo(7)

শিগগির জঙ্গিবাদের মূল উৎপাটন করতে পারবেন আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ নির্মূলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সফলতা দেখিয়ে যাচ্ছে।  আমরা দেখেছি অনেক মা তার ছেলেকে ধরিয়ে দিয়েছেন, অনেক বাবা তার ছেলেকে ধরিয়ে দিয়েছেন। দেশের মানুষের আমাদের ওপর আস্থা ছিল বলে আমরা জঙ্গিবাদ নির্মূলে সফলতা পেয়েছি। জঙ্গিবাদের মতো ইয়াবা পাচারেও যদি জনগণ আমাদের উপর আস্থা রাখেন, তারা যদি ইয়াবা ব্যবসায়ীদের তথ্য আইনশঙ্খলা বাহিনীকে সরবরাহ করেন, তাহলে ইয়াবার ক্ষেত্রেও আমরা সফল হবো।’

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুচ ছালাম, সিএমপি পুলিশ কমিশনার ইকবাল বাহার, স্থানীয় সাংসদ এম এ লতিফ, মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক (প্রশাসন) আতাহার আলী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য দিদারুল আলম, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য  সামশুল আলম, চট্টগ্রাম-বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানসহ সিটি করপোরেশনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

/এফএস/

আরও পড়ুন- আমি দুঃখিত: মেয়র আনিসুল হক

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী