X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ দাবির প্রতিবাদ সমাবেশ পণ্ড

বরিশাল প্রতিনিধি
২১ জুলাই ২০১৭, ০০:০২আপডেট : ২১ জুলাই ২০১৭, ০০:০২

বরিশাল  বিশ্ববিদ্যালয় পরিবার ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশ পণ্ড। ছবি- প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের অপসারণ দাবি ও তার বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ‘বিশ্ববিদ্যালয় পরিবার’ ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশ পণ্ড করে দিয়েছে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।  এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্যানার টেনে নিয়ে যায়। এরপর তারা চেয়ার-টেবিল ভাঙচুর করলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ছাত্ররা শিক্ষকদের হাত থেকে ব্যানার ছিনিয়ে নিয়েছেন বলে মৌখিকভাবে অভিযোগ পেয়েছেন বলে বাংলা ট্রিবিউনকে জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আসাদুজ্জামান। উত্তেজনার খবর পেয়ে ক্যাম্পাসে যান তিনি। 

বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশ পণ্ড। ছবি- প্রতিনিধি বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন শান্ত এবং তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনার পর  থেকে ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করে ভিসি’র অপসারণের দাবিতে স্লোগান দেওয়ায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়।’

সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক ফিরোজুল ইসলাম নয়ন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুক্তিযোদ্ধাদের কোটার বিরদ্ধে এ মানববন্ধনকে স্বাধীনতাবিরোধী শক্তির অপচেষ্টা মনে করেছি আমরা। তাই সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারীদের ওই কর্মসূচির প্রতিবাদ জানিয়ে তা প্রতিহত করেছি।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে সরকারের নিয়ম অনুযায়ী চাকরিতে মুক্তিযোদ্ধাদের জন্য শতকরা ৩০ ভাগ আসন সংরক্ষিত না রেখে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিচ্ছেন উপাচার্য। কতিপয়-কর্মকর্তা-কর্মচারীর ইন্ধনে এ নিয়ে পরপর দুইবার তিনি আর্থিক সুবিধা পেয়ে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। মুক্তিযোদ্ধা কোটা বাদ দেওয়া, সিন্ডিকেট সভায় পাস না-করাসহ নানান অভিযোগ রয়েছে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে। এ নিয়ে মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হয়েছেন। বরিশাল শহরে মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজ ভিসির অপসারণ ও নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়ে মানববন্ধনও করেছেন।’

বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশ। ছবি- প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমেদ সাংবাদিকদের জানান, ‘কয়েকদিন ধরে মুক্তিযোদ্ধা সংসদ এবং অনান্য সংগঠন মিলে উপাচার্য ড. এসএম ইমামুল হকের অপসারণ দাবি ও কটূক্তি করায় বৃহস্পতিবার দুপুরে শিক্ষক ও কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এ সময় কতিপয় শিক্ষার্থীরা হামলা চালিয়ে এ কর্মসূচি পণ্ড করে দেয়।’

উপাচার্য ড. এসএম ইমামুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধনে কতিপয় ছাত্র ছাত্রলীগের ব্যানারে স্লোগান দিতে দিতে এসে ব্যানার নিয়ে যায়। এসময় তারা শিক্ষকদের উদ্দেশ্য করে অশালীন বক্তব্যও প্রদান করে।’

প্রধানমন্ত্রী তাকে জেনেশুনেই নিয়োগ দিয়েছেন উল্লেখ করে উপাচার্য বাংলা ট্রিবিউনকে আরও বলেন, ‘কোনও একটি মহল উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি প্রমাণ করতে পারবে না কেউ। আর যারা আন্দোলনের পেছনে আছেন তারা আদালতে রিট করেও হেরেছেন। যারা আজ শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ করছেন তাদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এনআই/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন