X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

দুই ঘণ্টায় ৬৫ জনকে কামড়ে দিলো একটি কুকুর!

মতিউর রহমান, মানিকগঞ্জ
২৪ জুলাই ২০১৭, ০০:০৭আপডেট : ২৪ জুলাই ২০১৭, ০০:০৭

বেওয়ারিশ কুকুরের উপদ্রবে অতিষ্ঠ মানিকগঞ্জবাসী মানিকগঞ্জে গত শুক্রবার (২১ জুলাই) মাত্র দুই ঘণ্টায় কুকুরের কামড়ে আহত হন ৬৫ জন। চার বছরের শিশু থেকে বয়োঃবৃদ্ধ কেউ রেহাই পাননি কুকুরটির নির্বিচার আক্রমণ থেকে। রাস্তায় চলার পথে, বাজার, বাসস্ট্যান্ড, এমনকি বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা অবস্থাতেই কুকুরটির হঠাৎ আক্রমণের শিকার হন এই বিপুল সংখ্যক মানুষ। ওইদিন সকাল ১০টা থেকে বেলা ১২টার মধ্যে এসব ঘটনা ঘটে। রবিবার (২৩ জুলাই) মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের নার্সিং অফিসার আনিছুর রহমান ভুঁইয়া বলেন, ‘শুক্রবার কুকুরের কামড়ের চিকিৎসা নিতে আসা রোগীদের সবাই জানিয়েছেন, কালো রঙের একটি কুকুর তাদের কামড়ে দিয়েছে।’

এক দিনে একটি কুকুরের কামড়ে এত মানুষ আহত হওয়ার ঘটনায় মানিকগঞ্জ পৌর শহর ও সংলগ্ন গ্রামগুলোয় আতঙ্ক দেখা দিয়েছে। এভাবে তাণ্ডব চালানোর পরও কুকুরটিকে কেন থামানো গেল না- তা নিয়েও অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। অবশ্য শুক্রবার রাতে সদর উপজেলার গড়পাড়া গ্রামে স্থানীয় লোকজন এক জোট হয়ে কালো রঙের একটি কুকুরকে পিটিয়ে মেরে ফেলে। রবিবার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাতে কুকুরটিকে মারার পর থেকে কুকুরে কামড়ে দেওয়ার ঘটনা আর ঘটেনি।

জনপ্রতিনিধিরা বলছেন,আদালতের আদেশে নিধন কর্মসূচি বন্ধ থাকায় মানিকগঞ্জে বেওয়ারিশ কুকুরের উৎপাত মারাত্মকভাবে বেড়েছে। প্রতিদিনই ‘পাগলা’ কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনা ঘটছে। মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.লুৎফর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন,‘গত এক মাসে কুকুরের কামড়ে আক্রান্ত ৩৮৫ জন মানিকগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।’

একটি কুকুর কি এভাবে বিনা বাধায় এত মানুষকে কামড়াতে পারে? জানতে চাইলে মানিকগঞ্জ শহরের বাসিন্দা স্থানীয় খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ নান্নু বলেন, পাগলা কুকুরটি অনেকটা গেরিলা কায়দায় আক্রমণ করত। নিঃশব্দে এসে হঠাৎ হামলা করত এটি। আশপাশের মানুষ প্রথমে ভয় পেয়ে সরে যায়, তারপর লাঠিসোঁটা খুঁজতে থাকার ফাঁকে কুকুরটি দ্রুত সটকে পড়ে।’ তিনি বলেন, ‘খালি হাতে কোনোভাবেই পাগলা কুকুর সামলানো সম্ভব নয়। যে চেষ্টা করবে সেই বিপদে পড়বে। ফলে একজনকে কামড়াতে দেখলেও আশপাশের মানুষের সঙ্গে সঙ্গে করার তেমন কিছুই থাকে না।’

এ বিষয়ে জানতে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মোহাম্মদ নাসিমুল ইসলামের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করা হলে তিনি বলেন, জলাতঙ্ক বা রেবিস কুকুরের একটি রোগ। এই রোগে আক্রান্ত কুকুর কোনও কিছুর নড়াচড়া দেখলে ক্ষিপ্ত ওঠে এবং সামনে চলন্ত কিছু দেখলেই কামড়ায়। সুস্থ কুকুর বিরক্ত করলেও এটি আত্মরক্ষার্থে ওটাকে কামড়ে দিতে পারে। ডা. নাসিমুল ইসলাম বর্তমানে মালয়েশিয়ার একটি মেডিক্যাল কলেজে কর্মরত রয়েছেন।

কুকুরের কামড়ে আহত এক ব্যক্তি সদর উপজেলার ঢাকুলী গ্রামের মরিয়ম বেগম (৫৫)২৪ জুলাই হজ করতে সৌদি আরব যাচ্ছেন। শুক্রবার সকালের দিকেই তিনি কালো রঙের কুকুরটির কামড়ের শিকার হন। তার ছেলে মো. সেলিম বলেন, ‘সৌদি আরবে কুকুরের কামড়ের ভ্যাকসিন পাওয়া যায় না। এ জন্য ভ্যাকসিন মায়ের সঙ্গে দিয়ে দিতে হবে।’

ওই দিনই খ্যাপা কুকুরের হামলায় আহত  হয় একই গ্রামের ৭ম শ্রেণির ছাত্র নাঈমের বাবা মো.মিরাজ হোসেনর সঙ্গে। তিনি জানান, বাড়ির উঠানে নাঈম দাঁড়িয়েছিল। এসময় পেছন দিক থেকে কালো রঙের একটি কুকুর তার পায়ে কামড় দিয়ে ধরে রাখে। নাঈমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে কুকুরটি সটকে পড়ে।

কুকুরটির কামড়ে রক্তাক্ত হয় বেউথা গ্রামের শফিকের চার বছর বয়সী মেয়ে নুসরাত। এতে তার পায়ের নিচের অংশে মারাত্মক ক্ষত হয়েছে। মানিকগঞ্জ পৌর এলাকার নয়াকান্দি গ্রামের আবদুস সালামের পাঁচ বছর বয়সী ছেলে ইয়াছিনকেও কালো কুকুরটি কামড়ে জখম করেছে বলে জানান তার পরিবারের সদস্যরা।

এ বিষয়ে রবিবার মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন খুরশীদ আলম  বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুকুর যদি মানুষের জীবননাশের কারণ হয়, তাহলে এটিকে মেরে ফেলার বিকল্প নেই। পৌরসভার পক্ষ থেকে পাগলা কুকুর নিধনের ব্যবস্থা নিতে হবে।’

তবে মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম এ বিষয়ে অপারগতা প্রকাশ করে বলেন,‘হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে আমাদের পক্ষে আপাতত কুকুর নিধন সম্ভব নয়।’ তিনি জানান, ২০১৪ সালে ‘অভয়ারণ্য বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে কুকুর নিধন বন্ধে হাইকোর্টে একটি রিট করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত কুকুর নিধন নিষিদ্ধ ঘোষণা করেন। মেয়র বলেন, ‘সাধারণ নাগরিক প্রতিনিয়ত কুকুর দ্বারা আক্রান্ত হওয়ার অভিযোগ করছেন। কিন্তু নিষেধ থাকায় কোনও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’

পরিবেশ আন্দোলনকর্মী অ্যাডভোকেট দীপক ঘোষ জানালেন, ‘কুকুর নিধনে যেহেতু আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, তাই নিরাপদ থাকতে পৌরবাসীকেই সজাগ দৃষ্টি রাখতে হবে।’ 

/এএম/টিএন/

আরও পড়ুন: মানিকগঞ্জে আতঙ্ক: ৬ মাসে কুকুরের কামড়ে আহত চার হাজার জন

সম্পর্কিত
সর্বশেষ খবর
আসাদের নেতৃত্বে নিউগিনির টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
আসাদের নেতৃত্বে নিউগিনির টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
সরকার সব অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে: এবি পার্টি
সরকার সব অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে: এবি পার্টি
নির্বাচনে জয়ের দুই মাস পর কাউন্সিলরের ১০ বছর কারাদণ্ড
নির্বাচনে জয়ের দুই মাস পর কাউন্সিলরের ১০ বছর কারাদণ্ড
তিন বিজয়ীকে পুরস্কার দিলো ‘হুর’
তিন বিজয়ীকে পুরস্কার দিলো ‘হুর’
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ