X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

নির্বাচন নিয়ে কারও সঙ্গে আপস নয়: নুরুল হুদা

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ জুলাই ২০১৭, ১৯:০০আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৯:০৪

কেএম নুরুল হুদা (ছবি- প্রতিনিধি)

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সঠিক ভোটার তালিকা প্রণয়ন করা প্রথম শর্ত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মোহাম্মদ নুরুল হুদা। তিনি বলেন, ‘গণতান্ত্রিকভাবে আইন মেনেই নির্বাচনি কার্যক্রম সম্পন্ন করা হবে, এক্ষেত্রে কারও সঙ্গে আমরা কোনও ধরনের আপসে যাবো না।’

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

কেএম নুরুল হুদা বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ কাজে নিয়োজিত মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা কোনও রকম ভুল করলে বা কাজে গাফিলতি করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহামনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোজাম্মেল হক, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পৌর মেয়র ইকরামুল হক টিটু, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকাসহ অনেকে।

বিশেষ অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘মানি পাওয়ার আর মাসল পাওয়ারের কারণেই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা যায় না। দেশে গণতন্ত্র সমুন্নত না থাকলে নিজেদের আত্মমর্যাদা সমুন্নত থাকে না।’

মাঠ পর্যায়ে নিয়োজিত নির্বাচনি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন কোনও রিয়েলিটি শো নয়; সততা ও  নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন। কোনও প্রকার অনিয়ম সহ্য করা হবে না।’

ময়মনসিংহ অঞ্চলের নির্বাচনি কর্মকর্তা ইসরাইল হোসেন জানান, মঙ্গলবার থেকে দেশব্যাপী মাঠ পর্যায়ের নির্বাচনি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবেন। এ কাজ চলবে ৯ আগস্ট পর্যন্ত। তিনি আরও জানান, যারা ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণ করেছেন, তারাই কেবল হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।

/এমএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!