X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ দিতে হবে প্রতিবন্ধীদের’

চট্টগ্রাম ব্যুরো
১২ আগস্ট ২০১৭, ২৩:৪০আপডেট : ১২ আগস্ট ২০১৭, ২৩:৫১

চট্টগ্রামে এক সেমিনারে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম (ছবি- চট্টগ্রাম ব্যুরো)

প্রতিবন্ধীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।

শনিবার (১২ আগস্ট) নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

মাহবুবুল আলম বলেন, ‘প্রতিবন্ধীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। উন্নত বিশ্বে প্রতিবন্ধীদের জন্য সব জায়গায় বিশেষ ব্যবস্থা নিশ্চিত করা হয়। আমাদের দেশের প্রতিবন্ধীরা কাজের ক্ষেত্রে অত্যন্ত নিষ্ঠাবান, সৎ এবং পরিশ্রমী। প্রতিবন্ধীদের মেধার যথাযথ মূল্যায়ন করতে হবে। প্রতিবন্ধীদের উদ্যোক্তা হিসেবেও গড়ে ওঠার সুযোগ দিতে হবে।’

‘প্রমোশন অব ডিজাবিলিটি ইনক্লুশান অ্যাট দ্যা ওয়ার্কপ্লেস’ শিরোনামে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) ও বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতি হিসেবে মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

মাহবুবুল আলম বলেন, ‘সরকার ২০১৩ সালে প্রতিবন্ধী সুরক্ষা আইন প্রণয়ন করে, যা অত্যন্ত সময়োপযোগী।’ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের কাজ করার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং যেসব প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের নিয়োগ দেওয়া হবে, তাদের মাসিক বেতন থেকে কর অব্যাহতি দিতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সদ্য বিদায়ী সভাপতি ও একেখান অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সালাহ্উদ্দীন কাসেম খান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ ও মো. জাহেদুল হক, সদ্য বিদায়ী পরিচালক মাহফুজুল হক শাহ, ইপসার নির্বাহী পরিচালক আরিফুর রহমান, সিটি করপোরেশনের কাউন্সিলর গিয়াস উদ্দিন ও আঞ্জুমান আরা বেগম।

সেমিনারে সালাহ্উদ্দীন কাসেম খান বলেন, ‘বাংলাদেশের সংবিধানে সব নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে। প্রতিবন্ধীরা স্বাভাবিক মানুষের মতো প্রতিভাসম্পন্ন। বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত প্রতিবন্ধীরা কর্মদক্ষতা, নিরাপত্তা, আনুগত্য এবং প্রতিষ্ঠানের ইমেজ বৃদ্ধিতে তুলনামূলক অধিক যোগ্যতার পরিচয় দিচ্ছেন। তাই সব প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের কাজের সুযোগ সৃষ্টি করতে হবে।’

সেমিনারে উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী পাঁচ প্রতিবন্ধীকে তাৎক্ষণিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ঘোষণা দেওয়া হয়। অবশিষ্টদের জীবন বৃত্তান্ত চট্টগ্রাম চেম্বারে জমাদানের অনুরোধ জানানো হয়।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ