X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

রাঙামাটিতে পাহাড়ধস: বাড়ি ফেরার আকুতি তাদের

রাঙামাটি প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৭, ০৫:৩৬আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১০:৪০
image

রাঙামাটিতে পাহাড়ধস: বাড়ি ফেরার আকুতি তাদের

বাড়ি ফিরে যেতে চান রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তবে পুরোপুরি ক্ষতিগ্রস্ত লোকজন কোথায় যাবেন তা নিজেরাই জানেননা। প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত সবাইকে পুনর্বাসন করা হবে তবে তা বর্ষার পরে।

গত ১৩ জুন প্রবল বর্ষণে পাহাড় ধসে আংশিক ক্ষতিগ্রস্ত প্রায় ৬ হাজার পরিবার, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ১২ হাজার ৩১টি পরিবার। এর মধ্যে অনেকেই আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িতে ফিরেছেন। কিন্তু রাঙামাটি সদরের ৬টি আশ্রয় কেন্দ্রে এখনো প্রায় এক হাজার চারশত জন ক্ষতিগ্রস্ত লোক অবস্থান করছেন। আংশিক ক্ষতিগ্রস্ত অনেকেই এখন বাড়ি ফিরতে চান। তাদের দাবি যে পরিমান ক্ষতি হয়েছে সরকার দ্রুত তা মেরামত করে দিলে তারা বাড়ি ফিরবে।

রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রাবাস আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া ষাট বছর বয়সী কোহিনুর বেগম বলেন, ‘আমি চম্পক নগরে বসবাস করতাম। আমার ঘরটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার দুই মেয়ে, দুজনের বিয়ে হয়েছে। আমার স্বামী নাই। আমি এখানে আর থাকতে চাই না। বাড়ি ফিরতে চাই। সরকার যাতে আমাদের বাড়িতে ফিরার ব্যবস্থা করে দেয়। আমার ঘরটা ঠিক হলে আমি বাড়িতে ফিরে যাবো।’

একই আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া ডলি বেগম বলেন, ‘আমার বাড়িটির কিছু অংশ আর রান্না ঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। জেলা প্রশাসন থেকে আমাদের আশ্রয় কেন্দ্রে চলে আসতে বলেছিল। না হয় পুলিশ দিয়ে নিয়ে যাবে এই ভয়ে আশ্রয় কেন্দ্রে আছি। কিন্তু আমাদের আর কতদিন এভাবে থাকতে হবে। এভাবে আর থাকতে চাইনা। নিজের বাড়িতে ফিরতে চাই। এখানে থাকলে ছেলে মেয়েদের পড়াশুনার ক্ষতি হচ্ছে। সরকার আমাদের বাড়ি ঠিক করে দিলে আমরা বাড়িতে ফিরবো।’

রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রাবাস আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া হেমায়ত বলেন, ‘আমার বাড়িসহ রান্না ঘরটি পাহাড়ে ধসে সম্পূর্ণ বিধস্ত হয়ে যায়। আর কত দিন এখানে এভাবে থাকতে হবে কেউ বলতে পারছে না। আমাদের জন্য সরকার কোন ব্যবস্থা গ্রহণ করছে কিনা তাও জানি না। বউ বাচ্চা নিয়ে এখানে খুব কষ্টে আছি। সরকারের কাছে আমাদের দাবি দ্রুত আমাদের পূনর্বাসন করুক।’

জিমনেসিয়াম আশ্রয়কেন্দ্রে আবস্থান নেয়া জীবন বসু চাকমা বলেন, ‘জুনের ১৩ তারিখ থেকে এখনো আমরা আশ্রয় কেন্দ্রে আছি। আমার বাড়ির কোন ক্ষতি হয়নি। পাহাড় ধসে পাশের বাড়িতে দুইজনের মৃত্যু হয়েছে। ঝুঁকিপূর্ণ এখনো পাহাড়টি। বেশি বৃষ্টি হলে আবারো ভেঙ্গে পড়তে পারে। আমরা দ্রুত পুনর্বাসন চাই। এখানে এভাবে থাকা খুবই কষ্টের। দুই বেলা খাবার দেয় কিন্তু দুই বেলা খাবার তো মনের শান্তি দেয় না। নিজের বাড়িতে কম খেলেও শান্তি লাগে যদি সেটি নিরাপদ বাসা হয়।

রাঙামাটি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার বলেন, গত ১৩ জুন পাহাড় ধসে আংশিক ক্ষতিগ্রস্ত প্রায় ছয় হাজার পারিবার, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ১২ হাজার ৩১টি পরিবার। আমাদের কাছে মজুদ ১৭৪ বান্ডেল টিন আছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনের জন্য প্রয়োজন তিন হাজার সাতশত বান্ডেল টিন।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, আংশিক যাদের ক্ষতি হয়েছে তারা তো যেতে পারে। আমরা তো কাউকে যেতে নিষেধ করছি না। যারা ঝুঁকিপূর্ণ তারা যাতে না যায়। সে যদি মনে করে তার বাড়িটি ঝুঁকিপূর্ণ না সে যাবে আমরা তাদের বাধা দিচ্ছি না। আমরাতো তাদের খাবার দিতে পারছি না। সে বাড়ি ফিরলেও ঠিক করে দিব না গেলেও ঠিক করে দিব সেটার জন্য তো সময় লাগবে। কিছুদিন আগে আকশ্যান এইড কিছু পরিবারকে কিছু টাকা দিয়েছে আর কিছুদিন পর ইউএনডিপি দিবে যারা আগে পেয়েছে তারা এবার পাবে না।

/এমএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা