X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ছানার পায়েস খাইয়ে ১১ জনকে অচেতন করে চুরি, এক শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৭, ১৯:৩৯আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৯:৪০

১১ জনকে অজ্ঞান করে বাড়িতে চুরি শেরপুরের নালিতাবাড়ীতে একই বাড়ির ১১ জনকে অজ্ঞান করে টাক-পয়সা ও মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ উুঠেছে। ছানার পায়েস খাইয়ে চুরির এই ঘটনা ঘটেছে। অজ্ঞাত এক ব্যক্তির দেওয়া ছানার পায়েস খেয়ে লামিয়া আক্তার নামে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট)  সকালে উপজেলার শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। লামিয়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের শিমুলতলা গ্রামের আব্দুল্লাহর মেয়ে।  

অসুস্থরা হলেন- আবুল হাসেম (৫০), ফুলজান বেওয়া (৪০), আব্দুল্লাহ (২৫) , আবু সামা (১৭), আশিক মিয়া (১০), উর্মি (১৫), ফিরোজা বেগম (৮০), মুসলিম (৪০), এনামুল হক (৩০), রিনা বেগম (২৫) ও জেসমিন খাতুন (২০)।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (১৪ আগস্ট) রাত ১০ টার দিকে শিমুলতলা গ্রামের বাসিন্দা মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আবুল হাসেমের বাড়িতে অজ্ঞাত এক ব্যাক্তি (তিন মাস আগে ওই ব্যক্তি পার্শ্ববর্তী মন্ডলিয়াপাড়া গ্রামের ঠিকানা বলে আবুল হাসেমের সঙ্গে পাতানো জামাই শ্বশুরের সম্পর্ক তৈরি করে)  স্ত্রী সন্তানসহ আসে। সঙ্গে ফলমূল ও ছানার পায়েস নিয়ে  আসে তারা। ওই বাড়িতে রাত কাটাতে চাইলে তাদের  আশ্রয় দেন আবুল হাসেম। রাতের খাবার শেষে অজ্ঞাত ওই ব্যক্তি বাড়ীর সবাইকে তার নিয়ে আসা ছানার পায়েস খাইয়ে দেন। ছানার পায়েস খেয়ে বাড়ির সবাই  অচেতন হয়ে পড়লে ওই ব্যক্তি আবুল হাসেমের বাড়ি থেকে গয়না, সমিতি থেকে সদ্য তোলা নগদ লক্ষাধিক টাকা ও বেশ কটি মোবাইল সেট নিয়ে চম্পট দেয়। ১১ জনকে অজ্ঞান করে বাড়িতে চুরি

এদিকে মঙ্গলবার সকাল ৯টা বেজে গেলেও হাসেমের পরিবারের কেউ ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা তার বাড়িতে গিয়ে ডাকাডাকি শুরু করেন। এতে কেউ সাড়া না দিলে হাসেমের ঘরের দরজা ভেঙে তাদের সবাইকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু লামিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। গুরুতর অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও শেরপুর স্থানান্তর করা হয়েছে।

নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু লামিয়ার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। আলামত হিসেবে ছানার পায়েস জব্ধ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে ও থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফএস/ 

আরও পড়ুন- চাকরির কথা বলে ৭ আগস্ট ঢাকায় আসে সাইফুল

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি