X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘সিলেটে ৭ শিবিরকর্মী গ্রেফতার’ খবরের প্রতিবাদ

সিলেট প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৭, ০০:২৮আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ০০:২৮

সিলেটে শিবির নেতাকর্মী গ্রেফতার ‘সিলেটে জিহাদি বইসহ শিবিরের ১১ নেতাকর্মী গ্রেফতার’ শিরনামে বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবিরের সহকারী প্রচার সম্পাদক ওবায়েদুল্লাহ সরকার এ প্রতিবাদ জানান।
প্রতিবাদে বলা হয়েছে, ‘ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছাত্র শিবিরের দূরতম কোনও সম্পর্ক নেই। বাংলা ট্রিবিউন ওই হামলার সঙ্গে ছাত্র শিবিরকে জড়িয়ে বিদ্বেষমূলক সংবাদ প্রকাশ করেছে।’

ছাত্র শিবিরের এই প্রতিবাদে বাংলা ট্রিবিউনের সিলেট প্রতিনিধি তুহিনুল হক তুহিনের ভাষ্য— সিলেটের সোবহানীঘাট এলাকার ছাত্রলীগকর্মী আবুল কালাম আফিফ ও শাহী আহমদকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় পৃথক অভিযানে জিহাদি বইসহ ১১ শিবির নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। রবিবার (১৩ আগস্ট) রাতে গ্রেফতারের পর সোমবার (১৪ আগস্ট) বেলা তিনটার দিকে কোতোয়ালী থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীর সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃতদের হাজির করা হয়। গ্রেফতারকৃতদের ছবিও রয়েছে সোমবার প্রকাশিত সংবাদে। এই সংবাদের তথ্যের জন্য বাংলা ট্রিবিউনের কোনও দায় নেই।

সিলেট প্রতিবেদক আরও জানান, সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শাহপরাণ থানাধীন শ্যামলী এলাকায় শিবিরের নেতাকর্মী পরিচালিত মেসে অভিযান চালানো হয়। কোতোয়ালি, বিমানবন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে শিবিরের সিলেট সরকারি কলেজের সাধারণ সম্পাদক ফয়সল আহমদসহ অন্যান্যদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই ও সাংগঠনিক বিভিন্ন রিপোর্টের খাতা জব্দ করে। ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় ফয়সাল ছাড়াও শিবিরের সাথী তোফায়েল আহমদ, শিবিরকর্মী সেলিম আহমদকে গ্রেফতার করা হয়। এছাড়া রেজাউল করিম ইমদাদ, কামিল আহমেদ সোহেল, তারেক উদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে। এছাড়াও অবশিষ্ট চার শিবিরকর্মীর বিরুদ্ধে থানায় আরেকটি মামলা দায়ের করবে পুলিশ।

/এসএমএ/

আরও পড়ুনসিলেটে জিহাদি বইসহ শিবিরের ১১ নেতাকর্মী গ্রেফতার

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা