X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পরিকল্পিতভাবে শোক দিবসের অনুষ্ঠানে না থাকার অভিযোগ সাংসদ নদভীর বিরুদ্ধে

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
১৬ আগস্ট ২০১৭, ০৪:২৯আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ০৪:২৯

 

চট্টগ্রাম

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে পরিকল্পিতভাবে অংশ না নেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম-১৫ আসনের (সাতকানিয়া-লোহাগাড়া) আওয়ামী লীগের সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীর বিরুদ্ধে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা মঙ্গলবার (১৫ আগস্ট) এ অভিযোগ করেছেন। 

সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, ‘নদভী সাহেব শোক দিবসের অনুষ্ঠান এড়িয়ে যেতে পরিকল্পিতভাবে বিদেশ ভ্রমন করেছেন। কর্মসূচিতে যেন অংশ নিতে না হয়, সেজন্য মাত্র সপ্তাহ খানেক আগে পরিবারের সদস্যদের নিয়ে বিদেশ ভ্রমনে যান এমপি মহোদয়। তিনি চাইলে শোক দিবস পালন করে বিদেশ যেতে পারতেন।’

উপজেলা আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘তিনি বিদেশ চলে গেছেন ভালো কথা। যাওয়ার আগে শোক দিবসের অনুষ্ঠানের বিষয়ে কোনও খোঁজ-খবরও নেননি। আজ (মঙ্গলবার) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কী কর্মসূচি পালন করা হচ্ছে এ বিষয়েও তিনি কোন খোঁজ নেননি।’

সাংসদ আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীর বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা খোরশেদ আলম চৌধুরী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমপি সাহেব গতবারও শোক দিবসের অনুষ্ঠানে অংশ নেননি। শুধু শোক দিবস নয়, স্থানীয় আওয়ামী লীগের কোন কর্মসূচিতেও অংশ নেন না তিনি। এমনকি স্থানীয় আওয়ামী লীগের কোন খোঁজ খবরও নেননি কখনো।’

তিনি আরও বলেন, ‘বুঝলাম তাকে (সাংসদকে) পারিবারিক কাজে বিদেশে যেতে হয়েছে। কিন্তু তিনি তো সেখান থেকেও শোক দিবস কর্মসূচির খোঁজ নিতে পারতেন। কিন্তু তিনি সেটিও করেননি।’

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির অভিযোগ, সাংসদ নদভী মূলত তার বাবার নামে প্রতিষ্ঠিত এনজিও ফয়জুল্লাহ ফাউন্ডেশন-এর কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকেন। এলাকায় সরকারি কোন অনুদান এলে, সেই অনুদান ওই ফাউন্ডেশনের কর্মীদের মাধ্যমে বণ্টন করে দেন। ফয়জুল্লাহ ফাউন্ডেশনে যারা কাজ করেন তাদের অধিকাংশই স্থানীয় জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলেও জানান তিনি। 

এ ব্যাপারে সাংসদ নদভীর ব্যক্তিগত সহকারী এরফানুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ’১০-১২ দিন আগে স্যার সপরিবারে ইউরোপ গেছেন। এ কারণে আজ শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।’ কবে নাগাদ ফিরে আসবেন এ ব্যাপারে তার কাছে কোন তথ্য নেই বলেও জানান তিনি। এ ব্যাপারে সংসদ সদস্য নদভীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায় নি।

 /এএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত