X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কুবি শিক্ষককে বাধ্যতামূলক ছুটি: ৪ সদস্যের তদন্ত কমিটি

কুবি ও কুমিল্লা প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৭, ২০:৪৮আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২০:৫৯

শিক্ষক মাহাবুবুলকে এক মাসের ছুটির নোটিশ জাতীয় শোক দিবসে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ায় অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মাহবুবুল হক ভুঁইয়াকে একমাসের বাধ্যতামূলক ছুটি দেওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কুবি প্রক্টর কাজী কামাল উদ্দিন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিন্ডিকেট মেম্বার মোসলেহ উদ্দিনকে আহ্বায়ক ও সৈয়দুর রহমানকে সদস্য সচিব করে ওই কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন— কুবি শিক্ষক সমিতির সভাপতি আবু তাহের ও আমিরুল হক চৌধুরী।
প্রক্টর কাজী কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা উপেক্ষা করে শিক্ষার্থীদের ক্লাস নিয়েছিলেন প্রভাষক মাহবুবুল হক ভুঁইয়া। এ কারণে তাকে একমাসের ছুটি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব পক্ষের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ কমিটি খুব শিগগিরই বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেবে বলে জানান তিনি।
এর আগে, বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক অফিস আদেশের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রভাষক মাহবুবুল হক ভুঁইয়ার বাধ্যতামূলক একমাসের ছুটি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বাংলা ট্রিবিউনকে জানান, অফিস আদেশ অনুযায়ী ২০ আগস্ট থেকে শুরু করে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে থাকবেন প্রভাষক মাহবুবুল।
এদিকে, শোক দিবসে ক্লাস নেওয়ায় প্রভাষক মাহবুবুলকে বহিষ্কারের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে কুবি ছাত্রলীগ। প্রভাষককে একমাসের বাধ্যতামূলক ছুটি দেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ গণমাধ্যমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরা আপাতত আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি। তদন্ত প্রতিবেদন যেন দ্রুত দাখিল করা হয়, আমরা সেই দাবি জানাই। অন্যাথায় বঙ্গবন্ধুর গড়া ছাত্রলীগ আবারও আন্দোলনে যেতে বাধ্য হবে।’
এসব বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. মাহবুবুল হক ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের কথা বলি। তাই আমাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন-

কুবি’র শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!