X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় খাদ্য সংকট ও অসুখে মরছে গবাদিপশু

বগুড়া প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৭, ২৩:৫১আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ২৩:৫৭

অনেকে ছাগলকে কাঁঠাল পাতা খেতে দিচ্ছেন, কিন্তু এখন কাঁঠাল পাতাও সংকট দেখা দিয়েছে (ছবি- প্রতিনিধি)

বন্যার কবল থেকে বাঁচতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, আশ্রয়কেন্দ্র ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন বগুড়ার দুর্গতরা, সঙ্গে নিয়েছেন নিজেদের গবাদিপশুগুলোকেও। ঘরবাড়ির সঙ্গে মাঠ-ঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় এখন তারা গবাদিপশুর খাবার নিয়ে পড়েছেন বিপাকে। পশু-খাদ্যের তীব্র সংকট দেখা দেওয়ায় অনেকেই পানির নিচে তলিয়ে যাওয়া চর থেকে ঘাস এনে খাওয়াচ্ছেন গরু, ছাগল ও ভেড়াকে। এতে অসুস্থ হচ্ছে পশু, যাচ্ছে মারাও। জেলার দুর্গত এলাকাগুলো ঘুরে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার মানুষের। ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যাওয়ায় এ তিন উপজেলার বেশিরভাগ মানুষই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, আশ্রয়কেন্দ্র ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন, সঙ্গে নিয়েছেন পবাদিপশুগুলোকেও। এসব দুর্গত মানুষের অনেকেই জানান, নিজেদের জন্য কোনোরকম মাথা গোঁজার ব্যবস্থা হলেও খোলা আকাশের নিচেই থাকছে তাদের যত্নে পালিত পশুগুলো। এতে ঝড়-বৃষ্টি যাচ্ছে এসব পশুর ওপর দিয়ে। তার ওপর পশুগুলোর খাবার যোগান দিতে হিমশিম খাচ্ছেন তারা। অনেকে বাধ্য হয়ে পানিতে ডুবে থাকা পঁচা ঘাস ও খড় খেতে দিচ্ছেন। এতে পশুগুলোর নানান অসুখ দেখা দিচ্ছে, এক পর্যায়ে পশুগুলো মারাও যাচ্ছে।

সারিয়াকান্দি উপজেলার কামালপুর গ্রামের ফরিদ উদ্দিন জানান, বাড়িতে বন্যার পানি ওঠায় ৬-৭টি গরু ও ছাগল নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন তিনি। গবাদি পশুগুলোকে ঠিকমত খাবার দিতে পারছেন না। এতে এসব পশু শুকিয়ে যাচ্ছে। তার ৩টি গরু অসুস্থ হয়ে পড়েছে। ঠিকমত খাবার দিতে না পারলে পশুগুলো মরে যাওয়ার আশঙ্কা করছেন তিনি।

ধুনট উপজেলার শিমুলবাড়ি গ্রামের সাইফুল ইসলাম জানান, পরিবারের সদস্য ও গবাদিপশু নিয়ে বাঁধে আশ্রয় নিয়েছেন তিনিও। তার তিনটি গরুর মধ্যে অসুস্থ হয়ে একটি মারা গেছে। অন্য দুইটিকেও তিনি ঠিকমত খাবার দিতে পারছেন না। তিনি আরও জানান, আগে বিভিন্ন চর থেকে ঘাস এনে গরুকে খাওয়াতেন। এখন খাস জমি পানির নিচে থাকায় তা আর সম্ভব হচ্ছে না। এতে বাধ্য হয়ে পানির নিচের পঁচা ঘাস এনে গরু দুইটিকে খেতে দিচ্ছেন। এই ঘাস খেয়ে একটি গরু অসুস্থ হয়ে মারা গেছে, দুইটিরও অসুস্থ হওয়ার দশা।

পঁচা ঘাস শুকিয়ে গবাদিপশুকে দেওয়া হচ্ছে (ছবি- প্রতিনিধি)

একই গ্রামের নান্নু মিয়া জানান, তার ৫০টি ভেড়া ছিল। এর মধ্যে খাবার না পেয়ে এবং অসুস্থ হয়ে ৬টি মারা গেছে। আরও কয়েকটি অসুস্থ হয়ে পড়েছে। তিনি বলেন, ‘বাড়ির সব দিকে পানি থাকায় ভেড়াগুলোকে বাহিরে আনতে পারছি না। মাঠে ঘাস পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে পানিতে ডুবে থাকা ঘাস তুলে এনে খেতে দিচ্ছি। এতে কয়েকটি অসুস্থ হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার প্রাণী সম্পদ বিভাগের লোকজন এসে এসব পশুকে দেখে গেছেন।

চিথুলিয়া গ্রামের দুলাল হোসেন জানান, অসুস্থ হওয়ায় তার দুইটি গরু কোনও খাবার খাচ্ছে না। পশু চিকিৎসক ডেকে এনেও কোনও লাভ হচ্ছে না।

ধুনট উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নুর আলম সিদ্দিকী জানান, বন্যার সময় গবাদিপশু ঠাণ্ডাজনিত রোগে পড়ে। এছাড়া পঁচা খড়, ঘাস ও নোংরা পানি খাওয়ার কারণে গবাদিপশুর পিপিআর নামে এক ধরনের রোগ হয়। চিথুলিয়া গ্রামে গিয়ে তিনি নিজে এ ধরনের রোগের চিকিৎসা দিয়েছেন বলে জানান তিনি। তার ভাষ্য, ‘এরপরও গরু-ছাগল-ভেড়া মারা যাচ্ছে।’

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আ. ম. শফিউজ্জামান বলেন, ‘বন্যাদুর্গত সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটে লোকজন রাখা হয়েছে। তারা সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। দূষিত পানি ও পঁচন ধরা ঘাস বা খড় খেয়ে গবাদিপশু অসুস্থ হচ্ছে। অসুস্থ হলে গবাদিপশুর পাতলা পায়খানা হয় এবং খাবারের প্রতি এদের অনিহা তৈরি হয়।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা