X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে এখনও পানিবন্দি ২ লাখ মানুষ

নীলফামারী প্রতিনিধি
২০ আগস্ট ২০১৭, ১৪:৪৩আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৪:৪৮

বন্যা (ফাইল ছবি)

বন্যা পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক হলেও নীলফামারীর পাঁচ উপজেলার ১২টি আশ্রয়কেন্দ্রে পাঁচ শতাধিক পরিবার এখনও গবাদিপশুর সঙ্গে গাদাগাদি করে বাস করছেন। এছাড়াও ১৩ আগস্ট থেকে পানিবন্দি হয়ে আছেন ৪১ হাজার ৭৩৫ পরিবারের প্রায় ২ লাখ ৮ হাজার ৬৭৫ জন মানুষ।

জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, শনিবার (১৯ আগষ্ট) আশ্রয়কেন্দ্রগুলোতে সরকারিভাবে শুকনা খাবার, চাল ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।   

জেলার ছয় উপজেলার ৫১টি ইউনিয়ন ও চারটি পৌর এলাকায় প্রায় ৪১ হাজার ৭৩৫টি পরিবার চলতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জন্য এ যাবত ৩১৬ মেট্রিকটন চাল, ১৩ লাখ ৫০ হাজার টাকা ও ৬ হাজার শুকনো খাবার বিতরন করা হয়েছে।

আশ্রিতদের দাবি, চুলা জ্বালাতে না পেরে ছেলেমেয়েদের নিয়ে বিড়ম্বনায় পড়েছেন তারা। ত্রাণ নয়, বরং তৈরি খাবার সরবারহের দাবি জানান বানভাসি মানুষেরা। পাশাপাশি বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও শৌচাগার নিয়েও চরম বিপাকে রয়েছেন তারা। চিকিৎসাসেবা পর্যাপ্ত না থাকার কথাও বলেছেন বানভাসিরা। 

তবে নীলফামারী সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মন জানান, জেলার পাঁচটি উপজেলায় ৬৮টি মেডিক্যাল টিম কাজ করছে।

এদিকে জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ পর্যন্ত নীলফামারী জেলায় ৩৮ হাজার ৬৯০ হেক্টর জমির আমনের আবাদ নষ্ট হয়ে গেছে। এ ছাড়াও শাকসবজি নষ্ট হয়েছে ৬০ হেক্টর ও মরিচ ১০৮ হেক্টর। পাঁচদিনের বন্যার ফসলের ক্ষতির পরিমান দাঁড়িয়েছে প্রায় ২৭ কোটি ২০ হাজার টাকা।

জেলা মৎস্য অধিদফতরের কর্মকর্তা মো. হাসান ফেরদৌস সররকার এবারের বন্যায় ২৪ হাজার ৯৩৪টি পুকুর, ২ হাজার ২৩০টি সাইফুন ক্ষতিগ্রস্ত হয়েছে। যা টাকার মূল্যে দাঁড়ায় ৮ কোটি ১ লাখ ৫৪ হাজার টাকা।

এদিকে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজার রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, জেলার ডিমলায় ৮টি বাঁধ, ১০টি কাঁচা রাস্তা ও ৪টি পুল কালভার্ট মেরামতে প্রায় (আনুমানিক) ২ কোট ৪৬ লাখ টাকার প্রয়োজন হবে।

এ ব্যাপারে জেলা প্রশাসক খালেদ রহীম বাংলা ট্রিবিউনকে বলেন, মন্ত্রণালয়ে চাহিদা পাঠানো হয়েছে। আশা করি শিগগিরই সরকার পদক্ষেপ নেবে। 

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা