X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের উদাহরণ বাংলাদেশে চলবে না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ১৭:২১আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:২০

সিদ্ধিরগঞ্জে ২১ আগস্টের শোকসভায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন শামীম ওসমান এমপি  

বাংলাদেশটা পাকিস্তান নয় তাই পাকিস্তানের উদাহরণ বাংলাদেশে চলবে না জানিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামীম ওসমান বলেছেন, জনগণের পয়সায় রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন পাওয়া কোনও পাকিস্তানপ্রেমীর উদ্ভট অনভিপ্রেত কথাবার্তা এদেশের রাজনীতি সচেতন মানুষ আর সহ্য করবে না। রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণের ক্ষমতা কোনও আদালতের নাই।

সোমবার ২১ আগস্ট উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা কথা বলছেন তারা ভুলে গেছেন পাকিস্তানের উদাহরণ বাংলাদেশে অচল। কারণ, বাংলাদেশটা পাকিস্তান না, বাংলাদেশের জনগণ পাকিস্তানের জনগণ নয়। পাকিস্তানের রাজনীতি এবং বিচার বিভাগ সেনাবাহিনীর নির্দেশে চলে। বাংলাদেশ পাকিস্তানের মতো আইএসআই দ্বারা পরিচালিত না। পাকিস্তান সৃষ্টি হয়েছে প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে আর বাংলাদেশ সৃষ্টি হয়েছে জাতির জনকের নেতৃত্বে পরিচালিত সশস্ত্র মুক্তি সংগ্রামের মাধ্যমে।’

সিদ্ধিরগঞ্জে ২১ আগস্টের শোকসভায় বক্তব্য রাখেন শামীম ওসমান এমপি

তিনি আরও বলেন, ‘আমার এসব কথার জন্য যদি আদালত আমাকে তলব করেন, তবে অবশ্যই যাবো। তবে সংসদ সদস্য পদ ও দলীয় পদ ছেড়েই যাবো এবং এদেশের স্বাধীনতার পক্ষে বিশ্বাসী কোটি কোটি মানুষের মনের কথাগুলো আদালতে বলে আসবো। বিশ্বাস করি, আদালত সেই কথার মর্মার্থ বুঝবেন।’

শামীম ওসমান বলেন, ‘মনে রাখা উচিত, শেখ হাসিনা নীলকণ্ঠী হলেও বাংলার মানুষ নীলকণ্ঠী নয়। কারণ, সব কিছু নিয়ে আপস করলেও বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনা প্রশ্নে তার কর্মীরা আপস করতে শিখেনি।’

শামীম ওসমান এ সময় বলেন, দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদের মনে রাখতে হবে, শেখ হাসিনার কর্মীরা রাজপথের অকুতোভয় সেনা। আওয়ামী লীগের কর্মীরা সব ষড়যন্ত্রের জবাব দেওয়ার মতো ক্ষমতা রাখে।

সিদ্ধিরগঞ্জে ২১ আগস্টের শোকসভায় বক্তব্য রাখেন শামীম ওসমান এমপি

অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে এই সংসদ সদস্য বলেন, ২১ আগস্ট শুধুমাত্র একদিনের স্মরণের বিষয় নয়। ২১ আগস্ট আমাদের শিক্ষা দিয়ে যায়, মনে করিয়ে দেয় যে, এদেশকে ব্যর্থ ও জঙ্গি রাষ্ট্র বানাতে শকুনির দল আমাদের নেত্রীকে হত্যার জন্য এখনও ওঁৎ পেতে আছে। কিন্তু দেশ দল ও ভবিষ্যত প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই আবারও প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে এবং কর্মীরাই সেটা করবেন।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজ উদ্দিন রেণুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল মতিন মাস্টার, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, কাউন্সিলর হাজী ওমর ফারুক, কাউন্সিলর আরিফুল হক হাসান, কাউন্সিলর ইফতেখার আলম খোকন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল হক রাজু, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগ সভাপতি আব্দুস সামাদ বেপারী, যুবলীগ নেতা হুমায়ুন কবির ও মো. ফারুক প্রমুখ।

/টিএন/

/টিএন/
সম্পর্কিত
চারদিকে খাই খাই শুরু হয়ে গেছে, মনে হয় মানচিত্র খেয়ে ফেলবে: শামীম ওসমান
হাসপাতালে ভর্তি হয়ে দোয়া চাইলেন শামীম ওসমান
শামীম ওসমানের অনুরোধে গান গাইলেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা