X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ের স্কুলমাঠে গুলি ছুড়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন!

সাভার প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ২২:২৫আপডেট : ২১ আগস্ট ২০১৭, ২৩:০১

শর্টগান সাভারের ধামরাইয়ে স্থানীয়দের মধ্যে প্রভাব বিস্তারের জন্য একটি স্কুলের মাঠে শটগান দিয়ে গুলি ছুড়ে ফুটবল খেলার উদ্বোধন করেছেন এক আওয়ামী লীগ নেতা। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবহার করা শটগানটি লাইসেন্স করা। তবে আওয়ামীলীগ নেতা রবিউল করিম বলেন, ‘প্রভাব বিস্তারের জন্য নয়, আনন্দ-উল্লাসের জন্যই স্থানীয় এক দলিল লেখকের অস্ত্রটি তিনি ব্যবহার করেছেন।
এই ঘটনার তিন দিন পরেও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক কিছুই জানেন না বলে দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গত শুক্রবার (১৮ আগস্ট) বিকালে ধামরাইয়ের কালামপুর বাজার এলাকার ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজের মাঠে স্থানীয় বাজার সমিতির উদ্যোগে কালামপুর প্রিমিয়ার লীগ নামের একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ওইদিন বিকালে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় আওয়ামী লীগ নেতা ও বাজার সমিতির সভাপতি ওই অনুষ্ঠানে স্থানীয় দলিল লেখক গোলাম ফিরোজের লাইসেন্স করা শটগান দিয়ে একটি ফায়ার করেন। এরপর গোলাম ফিরোজ ও ওই অস্ত্র দিয়ে আরেকটি গুলি ছোড়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

প্রকাশ্যে অস্ত্র দিয়ে গুলি ছুড়ে খেলার অনুষ্ঠান উদ্বোধন করায় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে করছে বলে দাবি করেন স্থানীয়রা। নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, ‘বাজার সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম স্থানীয় সাংসদ এম এ মালেকের অনুসারী।

এছাড়াও দলিল লেখক গোলাম ফিরোজও ওই এলাকার প্রভাশালী একজন ব্যক্তি। এ কারণে তারা সাধারণের মধ্যে নিজেদের প্রভাববিস্তার করার জন্যই একই অস্ত্র দিয়ে দু’জনে স্কুল মাঠে উল্লাসের নামে গুলি ছুড়েছেন। এঘটনার পর থেকে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন।

তবে প্রভাববিস্তারের বিষয়টি অস্বীকার করে আওয়ামী লীগ নেতা ও কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি রবিউল ইসলাম বলেন, ‘তিনি দলিল লেখকের লাইসেন্স করা অস্ত্র দিয়ে গুলি ছোড়া হয়েছে উল্লাসের জন্য, জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য নয়।

দলিল লেখক গোলাম ফিরোজ বলেন, ‘স্কুল মাঠে ব্যবহার অস্ত্রটি তার লাইসেন্স করা। খেলার মাঠে ওই অস্ত্র দিয়ে একটি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং বাজার সমিতির সভাপতি আরেকটা গুলি ছুড়েছেন।’

তারা আনন্দ উল্লাসের জন্যই অস্ত্র ব্যবহার করেছেন বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, ‘বিষয়টি জানা নেই।’

এ বিষয়ে দ্রুত খোঁজ নিয়ে ধামারাই থানার কর্তব্যরত কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন বলে জানান তিনি।

 

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!