X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাণীনগরে বন্যাকে উপেক্ষা করে চলছে ধান কাটা ও মাড়াই

নওগাঁ প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৭, ১১:৪৯আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১১:৪৯

রাণীনগরে চলছে ধান কাটা ও মাড়াই নওগাঁর রাণীনগরে চলমান বন্যাকে উপেক্ষা করে চলছে আউশ ধান কাটা ও মাড়াই। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটে উঠেছে হাসি। দেশে যখন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নওগাঁর আত্রাই (ছোট যমুনা) নদীতে বন্যার পানি দিন দিন বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে ঠিক তখনই রাণীনগর উপজেলার একাডালা ইউনিয়নে চলছে ধান কাটা ও মাড়াই।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার একডালা ইউনিয়ন ও এর আশেপাশের মোট ৩ হাজার ২২০ হেক্টর উচু জমিতে আউশ ধানের চাষ করা হয়েছে। যার মধ্যে প্রায় ১০০ হেক্টর আউশ ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। আর ১ হাজার ৫০০ হেক্টর জমির ধান ইতোমধ্যে কাটা হয়েছে।

উপজেলায় হঠাৎ করে উজানের পানি নেমে আসার কারণে বন্যা দেখা দেওয়ায় কৃষকরা একটু আগেই ধান কাটা শুরু করেছেন। প্রতি বিঘা জমিতে আউশ ধানের ফলন হয়েছে প্রায় ১৫ মণ। এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকের বাড়ির উঠানে চলছে ধান মাড়াইয়ের কাজ।

কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তা শিয়ালা গ্রামের কৃষক আশরাফ হোসেন জানান, তিনি এ বছর দুই একর জমিতে আউশ ধানের আবাদ করেছেন। ফলন খুব ভালো পেয়ে তিনি খুশি। উপজেলায় বন্যা আসার কারণে তিনি একটু আগেই ধান কাটা শুরু করেছেন।

ডাকাহার গ্রামের কৃষক আক্কাস আলী বলেন, যদিও বন্যার পানি এখনও আমাদের মাঠে প্রবেশ করেনি। তবুও বন্যার ভয়ে একটু আগেই সাত বিঘা জমির আউশ ধান কাটা শুরু করেছি। ফলন ভাল হয়েছে বলে তিনি জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার জানান, উপজেলায় বন্যার পানি দীর্ঘস্থায়ী হওয়ার কারণে পানির নিচে তলিয়ে যাওয়া ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পানি দ্রুত নেমে না যাওয়ার কারণে প্রতিনিয়তই নতুন নতুন ফসলের ক্ষেত পানির নিচে তলিয়ে যাচ্ছে। তবে উপজেলার একাডালা ইউনিয়ন ও তার আশপাশের উচু জমিতে আউশ ধানের তেমন ক্ষতি হয়নি। এবার আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। বন্যার কারণে কৃষকদের অগ্রিম ধান কাটার পরামর্শ দেওয়া হয়েছে। যদি মাঠের পানি আগামী সাতদিনের মধ্যে নেমে যায় তাহলে জমিতে আবার স্বল্পকালীন বিভিন্ন প্রজাতির ধান লাগানোর সুযোগ পাবেন কৃষকরা। কৃষকদের প্রতিনিয়তই বন্যা পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

আরও পড়ুন:
কুয়াকাটায় বাসস্ট্যান্ডের অভাবে পর্যটকদের ভোগান্তি চরমে      

 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী