X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় চাহিদার দ্বিগুণ কোরবানির পশু প্রস্তুত

বগুড়া প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৭, ১৪:৩০আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৪:৩০

বগুড়ায় চাহিদার দ্বিগুণ কোরবানির পশু প্রস্তুত বগুড়ায় এবার চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। কোরবানিকে সামনে রেখে জেলার বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে খামার গড়ে উঠেছে।

জেলার বিভিন্ন খামার ও বাড়িতে গরুর খামার গড়ে তোলা হয়েছে। এতে নিজেদের আয়ের পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। কোরবানির জন্য এসব খামারে গরু লালন-পালন করা হচ্ছে।

শহরের নিশিন্দারা কারবালা এলাকায় আনোয়ারুল ইসলাম স্বাধীন ব্রাহমা জাতের গরুর খামার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তার খামারে ৫২টি গরু রয়েছে। গরুগুলো দেখতে ও কিনতে অনেকেই খামারে ভিড় করছেন।

স্বাধীন বলেন, দেড় বছর আগে তিনি প্রতিটি গরু ২-৩ লাখ টাকায় কিনেছেন। বর্তমানে তার খামারে ৫২টি গরু রয়েছে। প্রতিদিন গরুগুলোকে দেশি ঘাস, খড়, খৈল ও খুদ (চালের গুড়া) খাওয়ানো হয়। এতে গরু প্রতি ৪০০-৪৫০ টাকা খরচ হয়েছে। বর্তমানে প্রতিটি গরুর ওজন হয়েছে ১৬ থেকে ২০ মণ। গরুগুলোকে কোরবানির হাটে তুলবেন তিনি। হাটে তোলা না হলেও আকারভেদে প্রতিটি গরুর মূল্য ৮-১০ লাখ টাকা চাওয়া হবে বলে জানা গেছে।

বগুড়ায় চাহিদার দ্বিগুণ কোরবানির পশু প্রস্তুত বগুড়া প্রাণিসম্পদ বিভাগ সূত্র জানায়, বগুড়া সদরসহ ১২ উপজেলায় প্রায় দেড় হাজার খামার গড়ে উঠেছে। কোরবানির জন্য ছাড়াও এসব খামারে দুধও পাওয়া যায়। খামারগুলোয় শংকরজাতের গরু বেশি পালন করা হয়। এর পাশাপাশি ব্রাহমা,পাবনা ও দেশীয় জাতের গরু রয়েছে। বগুড়া প্রাণিসম্পদ বিফ ক্যাটেল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় গোশতের জন্য এসব গরু পালনে সহযোগিতা করছে।

বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ ম শফিউজ্জামান বলেন, বগুড়ায় লোকজন পাবনা ও স্থানীয়ভাবে শংকর জাতের গরু লালন-পালন করেন। তবে গত দুই বছর হলো প্রাণিসম্পদ বিভাগ বিফ ক্যাটেল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় কাজ করছে। ব্রাহামা জাতের গরু দ্রুত বাড়ে।

তিনি আরও জানান, বগুড়া জেলায় কোরবানির পশুর চাহিদা প্রায় ২ লাখ ৮০ হাজার। আর জেলায় পশু প্রস্তুত হয়েছে ৫ লাখ ৪০ হাজার ৬৭০টি। তাই কোরবানির পশুর সংকট হওয়ার কোনও সুযোগ নেই।

আরও পড়ুন:

২০ মণের রাজার দাম পাঁচ লাখ টাকা

/এসটি/আপ-বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!