X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ নেতা হত্যা মামলায় এক পুলিশ কর্মকর্তার ১০ বছরের সাজা

সুনামগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৭, ১৩:৩৪আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৫:১৩

রায় শুনার পর তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান কামরু সুনামগঞ্জের তাহিরপুরে কলেজ ছাত্রলীগ নেতা ওয়াহিদুজ্জামান শিপলু হত্যা মামলায় এক পুলিশ কর্মকর্তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বাকি ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে। সাজা পাওয়া পুলিশ কর্মকর্তা হলেন- তাহিরপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ উদ্দিন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ রায় দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাস।

খালাস পাওয়া ব্যক্তিরা হলেন-  তাহিরপুর থানার তৎকালীন এসআই রফিকুল ইসলাম, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  কামরুজ্জামান কামরুল, উপজেলা বিএনপি নেতা জুনাব আলী, মেহদী হাসান উজ্জ্বল ও শাহিন মিয়া। 

উল্লেখ্য, ২০০২ সালের ২০ মার্চ  রাতে তাহিরপুর উপজেলা ভাটি তাহিরপুর গ্রামের নিজ বাড়িতে তাহিরপুর জয়নাল আবেদীন মহাবিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি ওয়াহিদুজ্জামান শিপলুকে গুলি করে হত্যা করা হয়।  পরে শিপলুর মা আমিরুনেচ্ছা বাদী হয়ে আদালতে ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৫ বছর পর বিচারবিভাগীয় তদন্ত শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী আফতাব উদ্দিন, পিপি ড. খায়রুল কবীর রুমেন। 

রায় ঘোষণা শেষে পিপি ড. খায়রুল কবীর রুমেন সাংবাদিকদের বলেন, ‘আমরা ন্যায় বিচার পায়নি। মূল আসামিরা খালাস পেয়ে গেছেন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’

আসামি পক্ষের আইনজীবী ও সুনামগঞ্জ জেলা বারের সাধারণ সম্পাদক আব্দুল হক বলেন, ‘আদালতে আমার ন্যায় বিচার পেয়েছি, আমরা সন্তুষ্ট। এ মামলায় উদ্দেশ্যমূলকভাবে বিএনপি নেতাকর্মীদের আসামি করে বছরের পর বছর হয়রানি করা হয়েছে।’

এদিকে রায় ঘোষণার পর জেলা বিএনপি ও তাহিরপুর উপজেলা বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ আদালত চত্বরে ভিড় জমান। আর ঘোষণাকে কেন্দ্র করে পুলিশ আদালত পাড়ায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে।

আরও পড়ুন:

ভারী বৃষ্টিতেও জাতীয় ঈদগাহে জামাত ব্যাহত হবে না: সাঈদ খোকন
নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা
‘লাব্বাইক’ ধ্বনিতে আরাফাত ময়দান মুখরিত হওয়ার দিন আজ

নাফ নদীতে আরও ১৯ রোহিঙ্গার লাশ উদ্ধার

স্টেরয়েডে বেড়ে ওঠা পশু চিনবেন যেভাবে

‘বৃষ্টিতে সমস্যা হলে দায়িত্ব হাট ইজারাদারের’

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী