X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘কুমিল্লা হাউজ’ থেকে ২ জনকে উদ্ধার করে ঢামেকে ভর্তি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৭, ০৬:৫৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ০৭:৪০

বিস্ফোরণের পর কুমিল্লা হাউজের দোতলার পশ্চিম পাশের দেয়াল ধসে পড়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ‘কুমিল্লা হাউজে’র দ্বিতীয় তলায় বিস্ফোরণের ঘটনায় ঝলসে যাওয়া দু’জনকে উদ্ধার করেছে পুলিশ। তাদের পুলিশি হেফাজতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত দু’জনের একজন ওই বাড়ির মালিক আবুল খায়েরের ছেলে ইব্রাহিম (২১) ও অন্যজন বাড়ির মালিকের ফুপাতো শ্যালক আয়নাল (৩০)। বাড়ির মালিক আবুল খায়ের কুয়েত প্রবাসী। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার ৯নং ওয়ার্ডের বরাব অবস্থিত দোতলা বাড়ি কুমিল্লা হাউজ। ওই বাড়ির দ্বিতীয় তলায় বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ৩টায় বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির ছাদের একাংশ ও দেয়াল ধসে পড়েছে। এরপর থেকেই বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের ধারণা, এ ঘটনার সঙ্গে জঙ্গিরা জড়িত থাকতে পারে।
বিস্ফোরণে দগ্ধ ইব্রাহিম (বাঁয়ে) ও আয়নাল ‘কুমিল্লা হাউজে’র মালিক আবুল খায়েরের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি কুয়েত প্রবাসী। ঈদ করার জন্য দেশে এসেছেন গত ২২ আগস্ট। তার ছেলে ইব্রাহিম রাজধানীর উত্তরার ইঞ্জিনিয়ারিং এভিয়েশন ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ইব্রাহিমও কুয়েতে থাকেন। কলেজের পরীক্ষা থাকলে তিনি দেশে চলে আসেন। এবার বেশ কিছুদিন আগেই তিনি দেশে এসেছেন।

কুয়েত প্রবাসী আবুল খায়েরের বাড়ি কুমিল্লা হাউজের দেখাশোনা করেন কেয়ারটেকার শরিফুল ও তার স্ত্রী নার্গিস বেগম। শরিফুল গত ১০ বছর ধরে এই বাড়িতে কাজ করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিস্ফোরণের পর কুমিল্লা হাউজ ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী, সঙ্গে স্থানীয়রা বিস্ফোরণের পর বাড়ির পশ্চিম দিকের একটি দেয়াল পাশের লুৎফুন্নেসার টিনশেড বাড়ির একটি ঘরের ওপর গিয়ে পড়ে। এতে ওই বাড়ির ভাড়াটিয়া শাহিনূর বেগম, তার স্বামী মাকসুদ আলম ও মেয়ে মাকসুদা আহত হয়েছেন।
শাহিনূর বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। রাত ৩টার দিকে ঘরের চালে বিকট শব্দে কিছু একটা পড়ার শব্দ পাই। ঘুম ভাঙতেই বিছানার ওপর ও ঘরে ইটের গুঁড়া ও ইট দেখতে পাই। আতঙ্কিত অবস্থায় দ্রুত স্বামী-সন্তান নিয়ে বাইরে বেরিয়ে যাই। এ সময় বিস্ফোরণ হওয়া পাশের বাড়িতে দুই জন মানুষের চিৎকার শুনতে পাই। ওই বাড়ির মালিকের স্ত্রী আমাদের সহায়তা চান।’
বিস্ফোরণের পর কুমিল্লা হাউজের দেযাল ও ছাদের একাংশ ধসে পড়ে পাশের বাড়ির ওপর ‘কুমিল্লা হাউজে’র পাশের বাড়ি মৌসুমী ভিলার মালিক মুজিবুর রহমান বলেন, ‘রাত ৩টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। উঠে দেখি বিদ্যুৎ নেই। বাইরে বের হলে দেখতে পাই, বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। আর বাড়ির সামনে প্রচুর কাঁচের টুকরো পড়ে আছে। একটু পরই বুঝতে পারি, সামনের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে।’
মুজিবুর রহমান আরও বলেন, ‘বিস্ফোরণ হওয়া বাড়ির কেয়ারটেকারের স্ত্রী এসে আমাদের গাড়ি চান। বলেন, হাসপাতালে রোগী নিয়ে যেতে হবে। কিন্তু কী হয়েছে, জানতে চাইলে তিনি কোনও জবাব দেননি।’
কুমিল্লা হাউজের সামনের অংশ মুজিবুর রহমানের স্ত্রী শাহিদা আরবী বলেন, ‘মনে হলো প্রচণ্ড ভূমিকম্পের শব্দে ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে বিদ্যুৎ না থাকায় আতঙ্কিত হয়ে পড়ি। এ সময় ওই বাড়ির কেয়ারটেকারের স্ত্রী রোগী হাসপাতালে নেওয়ার জন্য বার বার গাড়ি চাইতে থাকেন।’ তবে গাড়ি বাড়িতে না থাকায় দিতে পারেননি বলে জানান তিনি।
কুমিল্লা হাউজের মালিক আবুল খায়ের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছেলে ইব্রাহিম ও আমার শ্যালক আয়নাল পশ্চিম পাশের রুমে ঘুমিয়েছিল। আমরা ছিলাম পূর্ব দিকের রুমে। বিকট শব্দে আতঙ্কিত হয়ে ঘুম ভাঙে। ওই ঘরের দিকে যেতেই দেখতে পাই, ইব্রাহিম ও আয়নাল ঝলসে গেছে।’
আবুল খায়ের দাবি করেন, তারা সবাই ঘুমিয়ে ছিলেন। রাতের অন্ধকারে কে বা কারা এখানে কিছু একটা করেছে।

ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রুবেল জানিয়েছেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে আহত ইব্রাহিম ও আয়নালকে ঢামেকে নিয়ে আসা হয়েছে। তাদের শরীরের ৫০ শতাংশেরও বেশি পুড়ে গেছে।’ 
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘বিস্ফোরণের পরপরই রূপগঞ্জ থানা পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে যায়। পরে ওই বাড়ি থেকে দু’জনকে উদ্ধার করা হয়। তাদের শরীরের অনেকটাই ঝলসে গেছে। তাদের ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। বোমা বিস্ফোরণের আলামত দেখে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে।’
ঘটনাস্থলে নারায়ণগঞ্জের  পুলিশ সুপার মঈনুল হক উপস্থিত হয়েছেন। 

আরও পড়ুন-

মধ্যরাতে রূপগঞ্জের ‘কুমিল্লা হাউজে’ বিস্ফোরণ, জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও

/এআইবি /টিআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন