X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় ৭ দফা দাবিতে সাঁওতালদের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

গাইবান্ধা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৩

গাইবান্ধায় ৭ দফা দাবিতে সাঁওতালদের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান জমি ফেরত, নির্যাতন-লুটপাট, তিনজনকে গুলি করে হত্যার ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারসহ সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও স্বারকলিপি প্রদান করেছে সাঁওতালরা। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জাতীয় আদিবাসী পরিষদ ও জনউদ্যোগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের কাছে স্বারকলিপি তুলে দেন সাঁওতাল নেতারা। এসময় জেলা প্রশাসক সাঁওতাল পল্লীতে হামলা-ভাঙচুর, আগুন-লুটপাট ও তিন সাঁওতাল হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তসহ বিচারের আশ্বাস দেন।

এর আগে, সাঁওতাল পল্লী জয়পুরপাড়া ও মাদারপুর থেকে বিভিন্ন যানবাহনে করে শতশত সাঁওতাল নারী-পুরুষরা তীর-ধনুক, লাঠি, দেশীয় অস্ত্র ও ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচিতে যোগ দিতে আসছিলেন। কিন্তু গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকাসহ পথে পথে পুলিশ তাদের বাধা দেয়। এসময় পুলিশ তাদের যানবাহন থেকে নামিয়ে হাতের তীর-ধনু, লাঠি, দেশীয় অস্ত্র কেড়ে নিয়ে ছত্রভঙ্গের চেষ্টা করে। পরে বাধ্য হয়ে সাঁওতাল নারী-পুরুষরা পায়ে হেঁটে অবস্থান কর্মসূচিতে যোগ দেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জনউদ্যেগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, জেলা সিপিবির সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদজ্জামান রব্বানী, জেলা যুব ইউনিয়নের সভাপতি প্রতিভা সরকার ববিসহ আরও অনেকে। গাইবান্ধায় ৭ দফা দাবিতে সাঁওতালদের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

এসময় বক্তারা বলেন, ‘হামলার ৮ মাস হলেও খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছেন সাঁওতালরা। এছাড়া হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসযোগসহ তিন সাঁওতালতে গুলি করে হত্যাকাণ্ডের আসামি গোবিন্দগঞ্জের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাপমারা ইউনিয়নের চেয়ারম্যান শাকিল আহম্মেদ বুলবুলসহ সব আসামিকে এখনও গ্রেফতার করা হয়নি। তাছাড়া তাদের বাপ-দাদার জমির ফেরতসহ পুণর্বাসনেওর দৃশ্যমান কোনও অগ্রগতি নেই। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারসহ জমি ফেরতের দাবি জানানো হয়।’

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জেলা প্রশাসক কার্যালয়ে আসতে সাঁওতালদের পথে পথে পুলিশ সদস্যরা বাধা দেয় এবং আটকে রাখে। তাছাড়া অনেক সাঁওতাল ও বাঙালিদের ফেরত যেতে বাধ্য করেছে পুলিশ। পুলিশী বাধার মুখেও প্রায় তিন শতাধিক সাঁওতাল ও বাঙালি গাইবান্ধা শহরের রেলগেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ভেতরে যেতে চাইলে পুলিশ প্রধান ফটকের কাছে মিছিলের গতি রোধ করে।’

তবে সাঁওতালদের বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমান বলেন, ‘পূর্ব থেকে সাঁওতালদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে বলা হয়। শান্তিপূর্ণ কর্মসূচি পালনে অঙ্গীকারও করেন সাঁওতালরা। কিন্তু তারা কর্মসূচিতে অংশ নিতে হাতে তীর-ধনুক, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে আসতে থাকেন। এ কারণে তাদের কাছ থেকে তীর-ধনুক ও অস্ত্র নেওয়া হয়েছে। কর্মসূচির পার তাদের সেগুলে ফেরত দেওয়া হবে।’

উল্লেখ্য, ১৮টি গ্রামের ১ হাজার ৮৪০ দশমিক ৩০ একর জমি ১৯৬২ সালে অধিগ্রহণ করে আখ চাষের জন্য সাহেবগঞ্জ ইক্ষু খামার গড়ে তোলে রংপুর চিনিকল কর্তৃপক্ষ। সেই জমি অধিগ্রহণের চুক্তিভঙ্গের অভিযোগ তুলে দখল ফিরে পেতে আন্দোলনে নামে সাঁওতালরা। গত ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ জমির আখ কাটতে গেলে মিল কর্তৃপক্ষ, পুলিশ ও সাঁওতালতের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিন সাঁওতাল নিহত ও আহত হন অনেকে। এরপর সাঁওতালদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় পুলিশ। এ ঘটনায় সাঁওতালদের পক্ষ থেকে দুটি ও পুলিশের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়। বর্তমানে মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ