X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে এক হাজার ৮১টি পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

টাঙ্গাইল সংবাদদাতা
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৩

টাঙ্গাইলে এক হাজার ৮১টি পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

টাঙ্গাইলের এক হাজার ৮১টি পূজামণ্ডপে এখন পুরোদমে চলছে রং তুলির আঁচরে শিল্পনৈপুণ্য ফুটিয়ে তোলার কাজ। এরইমধ্যে অনেক মণ্ডপেই প্রতিমার গায়ে পড়েছে শেষ তুলির আঁচর। সর্বজনীন শারদীয় দুর্গোৎসবের আর মাত্র ক’দিন বাকি। নৌকা করে দুর্গা আসবে এই প্রতিক্ষায় আছে ভক্তরা। আগামী ২৫ সেপ্টেম্বর শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধনের মধ্যদিয়ে শুরু হবে ছয় দিনের শারদীয় দুর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা। ৩০ সেপ্টেম্বর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গা পূজা।

জেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, বেশিরভাগ প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। শেষ মুহূর্তের কাজ করছেন প্রতিমা তৈরির কারিগররা।  অনেকে আবার রং দিচ্ছেন।

টাঙ্গাইল বড় কালিবাড়ীর পূজা মণ্ডপের কারিগর ছানা চন্দ্র পাল বলেন, ‘পূর্ব পুরুষ থেকেই আমরা প্রতিমা তৈরির কাজ করছি। এরই ধারাবাহিকতায় আমি প্রতিমা তৈরির কাজ করছি। এবারের দুর্গাপূজায় আমি বড় কালিবাড়ী ছাড়াও আরও  ৩টি মণ্ডপের প্রতিমা তৈরি করেছি। পূজা আসলেই আমাদের ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুণ। এখন চলছে শেষ মূহূর্তের কাজ। এখন ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত কাজ করছি।’

টাঙ্গাইলে এক হাজার ৮১টি পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সাহা বলেন, ‘জেলায় এবার ছোট বড় মিলিয়ে প্রায় এক হাজার ৮১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতি বছর সরকারের পক্ষ থেকে সাহায্য-সহযোগিতা পেয়ে থাকি। আশা করছি এবারো পাব। করটিয়ার একটি মণ্ডপকে আমরা ঝুঁকিপূর্ণ বলে মনে করছি। আশা করছি অন্য বছরের মতো এ বছরও  সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা পালনে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে।’

টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মুকুল চন্দ্র সাহা বলেন,‘প্রতিবছরের মতো এ বছরও প্রতিটি মণ্ডপে পুলিশ এবং আনসার সদস্য দায়িত্ব পালন করেবে। এছাড়া স্থানীয় লোকজন সেচ্ছাসেবক হিসেবে কাজ করবে।’

টাঙ্গাইল পুলিশ সুপার মাহবুব আলম জানান, দুর্গা পূজার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও সুশৃঙ্খল রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে আনসারের পাশাপাশি পুলিশও থাকবে। এছাড়া স্টাকিং ফোর্স সব সময় মাঠে কাজ করবে। পূজার প্রতিদিনের আনুসাঙ্গিকতাগুলো রাত ৮টার মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী