X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় দু’দিনে সাড়ে ১২ টন ভিজিডির চাল জব্দ, গ্রেফতার ৪

বগুড়া প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৭, ০৫:০৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ০৫:১৩

 বগুড়ার শিবগঞ্জ, সারিয়াকান্দি ও দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে বুধবার (২০ সেপ্টেম্বর) রাত পর্যন্ত দু’দিনে দুস্থ নারীদের মধ্যে বিতরণের ভিজিডির সাড়ে ১২ মেট্রিক টন চাল জব্দ করা হয়েছে। এ সময় চাল ব্যবসায়ীসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, দুস্থ নারীরা সংসারের নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয়, ঋণের কিস্তি পরিশোধ ও সদস্য সঞ্চয় ফি মাসিক ২০০ টাকা পরিশোধে কিছু চাল বিক্রি করে দিচ্ছেন। এভাবে চাল বিক্রি বন্ধের ব্যবস্থা নিতে  বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বুধবার রাতে মাঝিহট্ট ইউনিয়ন পরিষদ সংলগ্ন ইউনিয়নের চাল ডিলার তোফাজ্জল হোসেনের ভাড়া নেওয়া দোকানে অভিযান চালান। সেখান থেকে মজুদ করা ৩০ কেজি ওজনের ৫২ বস্তা (১.৫৬ টন) ভিজিডির চাল জব্দ করা হয়। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান মিয়া জানান, দোকান মালিক এফাজ উদ্দিন ও ভাড়াটিয়ে তোফাজ্জল হোসেন পরস্পর যোগসাজশে অধিক মুনাফা লাভের আশায় ভিডিজির চাল মজুদ করেছিলেন। তাদের বিরুদ্ধে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।

বুধবার দুপুরে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার জোহালী মাটাই গ্রামে আকবর আলীর চালকল থেকে ৩০ কেজি ওজনের ২২৩ বস্তা (৬.৬৯ টন) ভিজিডির চাল জব্দ করেছে। দুস্থদের জন্য বরাদ্দ সরকারি চাল কালোবাজার থেকে কিনে মজুদের অভিযোগে মালিকের ছেলেসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন জোহালী মাটাই গ্রামের চালকল মালিকের ছেলে জহুরুল ইসলাম, ব্যবসায়ী একই গ্রামের শফিকুল ইসলাম ও কাথহালী গ্রামের নুরুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।

এছাড়া, সারিয়াকান্দি থানা পুলিশ মঙ্গলবার রাতে মথুরাপাড়া বাজারে জুলফিকার আলী নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে ৩০ কেজি ওজনের ১৪২ বস্তা (৪.২৬ টন) ভিজিডি কার্ডের চাল জব্দ করেছে। চালগুলো অন্যত্র পাচারের চেষ্টাকালে ওই ব্যবসায়ীর আত্মীয় মাসুদ মিয়াকে গ্রেফতার হয়েছে। ওসি সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে এসআই আশেকুন্নবী ব্যবসায়ী জুলফিকার ও মাসুদ মিয়ার বিরুদ্ধে মামলা করেছেন।

বগুড়া জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সরকার দুস্থ নারীদের দারিদ্র্য বিমোচনে ভিজিডি চালু করেছে। এ জেলায় ১২ উপজেলা ও ১০৯ ইউনিয়নে ২৫ হাজার ৭৮৯ জন নারীর ভিজিডি কার্ড আছে। কার্ডধারীদের প্রতিমাসে ফেরতযোগ্য সঞ্চয় করতে হয়। আগে এ সঞ্চয় ৫০ টাকা থাকলেও পরে ২০০ টাকা করা হয়েছে।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!