X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে ইলিশ ধরা পড়ছে কম

ইব্রাহিম রনি, চাঁদপুর
২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৯

সাগর থেকে ধরা প্রচুর ইলিশ আসছে চাঁদপুর মাছ বাজারে

দক্ষিণাঞ্চল তথা সাগর অঞ্চলে প্রচুর ইলিশ ধরা পড়লেও চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ ধরা পড়ছে কম। জেলে ও মৎস্য কর্মকর্তারা বলছেন, উপকূলে ওভার ফিসিং-এর কারণে চাঁদপুর অঞ্চলে ইলিশ আসতে পারছে কম। তবে তাদের এ ধারণাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না ইলিশ গবেষক ড. আনিছুর রহমান। তার মতে চাঁদপুর অঞ্চলে ইলিশ আসার সময় এখনও আছে।

কাঙ্ক্ষিত পরিমাণ না পেলেও গত কয়েক দিন ধরে ইলিশ ধরা পরছে বলে জানান ছেলেরা। ইলিশ কম ধরা পরলেও চাঁদপুর মাছ ঘাটে মাছের অভাব নেই। কারণ প্রতিদিনই সাগর থেকে ধরা প্রচুর ইলিশ আসছে চাঁদপুর মাছ বাজারে। যা প্রক্রিয়াজাত করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

চাঁদপুরের হাইমচরের জেলে আজাদ বলেন,‘ভোলা-বরিশাল অঞ্চলের জেলেরা যে পরিমাণ মাছ পাচ্ছে আমরা সে তুলনায় কিছুই পাচ্ছি না। যে পরিমাণ ইলিশ আমাদের জালে ধরা পড়ছে তাতে কোনও রকম চলছে। ’

চাঁদপুর পুরাণবাজারের জেলে শাহিন বলেন, ‘এবার আমরা মাছ একটু কম পাচ্ছি। গত বছর এই সময়টাতে আমরা মাছ আরও বেশি পেয়েছি। এ অবস্থায় দাদনদারের টাকা শোধ করে সংসার চলানো কঠিন হবে।’

চাঁদপুর মাছ বাজারে সাগর থেকে ধরা প্রচুর ইলিশ আসছে

জেলে নেতা ও চাঁদপুর জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. মানিক দেওয়ান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাইমচরের চরভৈবরী অঞ্চলে এখন যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে তা গত বছরের মতো অথবা তার চেয়ে একটু বেশি। তবে এবার সাগর অঞ্চলে যে পরিমাণ মাছ ধরা পড়ছে, সে তুলনায় আমাদের এখানে অনেক কম। এটি হতে পারে বন্যা এবং পানি দূষণের কারণে। তারপরও আমরা হতাশ নই। ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ এ সুনাম ধরে রাখতে হলে পানি দূষণ রোধ করতে হবে।

তিনি জানান, এখানকার আড়তে জেলেরা ইলিশের দাম পাচ্ছেন ৮০০ গ্রাম থেকে ১ কেজির উপরে এক হালি (৪টি ইলিশ) ২৫০০-৩৫০০ টাকা। ৪০০-৬০০ গ্রাম সাইজের ইলিশের হালি ৭০০-১০০০ টাকা। ৬টায় এক কেজি সাইজের প্রতি হালি ইলিশের দাম ১০০-১৫০ টাকা।

হাইমচরের তেলিরমোড় আড়ত থেকে ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় আড়তে এবার মাছ কিছুটা কম এবং দামও একটু বেশি। এ আড়তে এক কেজি সাইজের ইলিশ প্রতি কেজি ১২০০-১৩০০ টাকা এবং প্রতি হালির মূল্য ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকা। ৬০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের হালি ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা।

নিম্ন আয়ের কয়েকজন ক্রেতা বলেন,‘আমাদের ইনকাম কম। তাই ছোট সাইজের ১৫টি ইলিশ কিনেছি ৪০০ টাকা দিয়ে। এগুলোর ওজন হয়েছে দুই কেজি।’

চাঁদপুর বড়স্টেশন মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল খালেক বাংলা ট্রিবিউনকে জানান, চাঁদপুরের নদীতে মাছ নেই। তবে চাঁদপুর মাছঘাটে সাগর অঞ্চল থেকে প্রতিদিন ৪-৫ হাজার মন ইলিশ আসছে। বড় মাছ কম। বেশির ভাগই ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশ। বড়স্টেশন আড়তে এক কেজি সাইজের ইলিশের কেজি হচ্ছে সাড়ে ৯শ টাকা। ৬শ’ গ্রাম থেকে ৯শ’ গ্রাম ওজনের ইলিশ সাড়ে ৭০০ টাকা এবং ৩শ’ গ্রাম থেকে ৫শ’ গ্রাম ওজনের ইলিশ সাড়ে ৪শ’  টাকা।

চাঁদপুর মাছ বাজারে সাগর থেকে ধরা প্রচুর ইলিশ আসছে

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাঁদপুর অঞ্চলে ইলিশ মাছ একটু কমই ধরা পড়ছে। তবে সার্বিকভাবে কম না। চাঁদপুর মাছঘাটে ইলিশ মাছের জন্য হাঁটাই যায় না। বিপুল পরিমাণ মাছ ঘাটে আসছে।,

চাঁদপুরের নদী অঞ্চলে ইলিশ কম পাওয়ার কারণ হিসেবে তিনি বলছেন, ‘উপকূল এবং উপকূল থেকে সামান্য উজানে ওভার ফিসিং হচ্ছে। ওইসব এলাকায় প্রচুর মাছ ধরা পড়ছে। যে কারণে মাছ এ অঞ্চলে আসার সুযোগ কম পাচ্ছে। তবে সার্বিকভাবে মাছের উৎপাদন ঠিক আছে। এখানে গত বারের তুলনায় মাছ একটু কম ধরা পড়লেও খুব কম হবে না।’

চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. আনিছুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন,‘ইলিশের অবস্থা ভালো। সব জায়গাতেই ইলিশ ধরা পড়ছে। তবে চাঁদপুর অঞ্চলে কিছুটা কম পাওয়া যাচ্ছে। ইলিশের ঝাঁক এসব অঞ্চলে আসতে বাধার সম্মুখীন হচ্ছে।বিভিন্ন স্থানে চর-ডুবোচর এবং বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর দূষণই হচ্ছে এ অঞ্চলে ইলিশের সবচেয়ে বড় সমস্যা। তাছাড়া উপকূলীয় এলাকায় ওভার ফিসিং-এর যে কথা বলা হচ্ছে তা একেবারেই ভুল নয়। তবে কথা হচ্ছে- ওইসব এলাকায় অন্যান্য বছরও জেলেরা জাল ফেলেছে এবং মাছও শিকার করেছে। কাজেই এটাকে খুব বড় কারণ বলে আমার কাছে মনে হচ্ছে না। চাঁদপুরে ইলিশ আসার সময় এখনো আছে।  ইলিশ নদী মোহনার দিকে আসছে। চাঁদপুরের জেলে ও মৎস্যজীবীদের হতাশ হওয়ার কিছু নেই।’

আরও পড়তে পারেন: চুয়াডাঙ্গায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!