X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বঙ্গবন্ধুর বদলে এমপির নামে কলেজ: আ.লীগের দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য

দিনাজপুর প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৭, ০৪:১৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ০৫:৪৮

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। অভিযোগ উঠেছে, বঙ্গবন্ধুর নামের বদলে নিজের নামে কলেজের নামকরণ করেছেন তিনি (ছবি- অনলাইন) বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নাম বদলে নিজের নামে নামকরণ করার অভিযোগে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এ নিয়ে কলেজ কমিটি ও উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। কলেজ কমিটি ও উপজেলা আওয়ামী লীগের এক পক্ষ বলছে, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল পলাশবাড়ী আদর্শ মহাবিদ্যালয়ের নাম বঙ্গবন্ধুর নামে করার প্রস্তাব দিলেও বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্ট তাতে অনুমোদন দেয়নি। পরে সবার সম্মতিতে প্রতিষ্ঠানটির নাম পলাশবাড়ী এমএস গোপাল মডেল কলেজ করা হয়। আর উপজেলা আওয়ামী লীগের অন্য একটি পক্ষ বলছে, ক্ষমতার অপব্যবহার করে বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নাম বদলে তা নিজের নামে করেছেন মনোরঞ্জন শীল গোপাল।
খোঁজ নিয়ে জানা যায়, ২০০৩ সালে এক একর জমির ওপর পলাশবাড়ী আদর্শ মহাবিদ্যালয় নামে একটি কলেজ স্থাপিত হয়। কলেজের জন্য জমি দেন ওই এলাকার মৃত পৌশাঞ্জু বর্ম্মন, টংকনাথ বর্ম্মন ও মধুসুধন রায়। ২০০৯ সালে কলেজ কর্তৃপক্ষ পাঠদানের অনুমোদন পায়।
২০১০ সালের এপ্রিল মাসে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল কলেজটির নাম ‘বঙ্গবন্ধু আদর্শ মহাবিদ্যালয়’ করার প্রস্তাব দেন। তার প্রস্তাব অনুযায়ী ডিও লেটারসহ শিক্ষা মন্ত্রণালয়, বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্ট ও দিনাজপুর শিক্ষাবোর্ডে আবেদন করা হয়। কিন্তু বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্ট সে আবেদন মঞ্জুর না করায় ২০১৩ সালে কলেজটির নাম ‘পলাশবাড়ী আদর্শ মহাবিদ্যালয়’ করা হয়। পরে কলেজ কমিটি শিক্ষা মন্ত্রণালয় ও দিনাজপুর শিক্ষাবোর্ডে আবেদন করলে ২০১৬ সালের প্রথম দিকে কলেজটির নাম ‘পলাশবাড়ী এমএস গোপাল মডেল কলেজ’ করা হয়।
কলেজ কমিটির সভাপতি আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বঙ্গবন্ধুর নাম বদলে কলেজের নামকরণ করা হয়নি। বঙ্গবন্ধুর নামে কলেজের নামকরণের অনুমোদনই পাওয়া যায়নি। তাই পলাশবাড়ী এমএস গোপাল মডেল কলেজ নাম রাখা হয়। সে সময় এ নিয়ে কারও কোনও আপত্তি ছিল না। এখন আপত্তি তোলার কারণ, আগামী নির্বাচন।’
সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের বিরুদ্ধে লিখিত অভিযোগ একই কথা বলেন কলেজ অধ্যক্ষ মো. হবিবর রহমান। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নামে কলেজের নামকরণের অনুমোদন পাওয়া যায়নি। পরে কলেজ কমিটি ও স্থানীয়রা কলেজের নাম পলাশবাড়ী এমএস গোপাল মডেল কলেজ রাখেন। সে সময়ে এই নামকরণ নিয়ে কারও কোনও আপত্তি ছিল না।’
বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর জানান, ‘সংসদ সদস্যের বিরুদ্ধে করা অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি যতদূর জানি এবং কলেজ কমিটি আমাকে যতটুকু জানিয়েছে তা হলো— বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে কিছু করা হয়নি। বরং বঙ্গবন্ধুর নামে কলেজের নামকরণের জন্য ডিও লেটারও দিয়েছিলেন সংসদ সদস্য নিজেই। কিন্তু বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্ট এই নামের অনুমতি না দেওয়ায় বঙ্গবন্ধুর নামে কলেজের নামকরণ করা যায়নি। পরে কলেজ কর্তৃপক্ষ সংসদ সদস্যের নামেই কলেজটির নামকরণ করে।’ তিনি আরও বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম ঈর্ষান্বিত হয়ে মনোরঞ্জন শীল গোপালের বিরুদ্ধে আদালতে মামলা করিয়েছেন।’
প্ররোচনার অভিযোগ অস্বীকার করে মামলার বাদী উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য অজিবুল ইসলাম বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করে বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করে পলাশবাড়ী এমএস গোপাল মহাবিদ্যালয় করেছেন মনোরঞ্জন শীল গোপাল। এতে বঙ্গবন্ধুকে ছোট করা হয়েছে এবং এ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মর্মাহত। এ ঘটনায় প্রতিবাদের পাশাপশি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের শরণাপন্ন হয়েছি।’
উপজেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক সংসদ সদস্য ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সংসদ সদস্য গোপালের কোনও যোগাযোগ নেই। তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন পাওয়া নেতাকর্মীদের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে। এসব আমার অভিযোগ নয়, এসব অভিযোগ দলের সবার।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকার সঙ্গে যোগাযোগ করা হলেন তিনি বলেন, ‘এ বিষয়ে আমি এখন কোনও কথা বলতে চাই না। আমি এখন ব্যস্ত আছি, পরে কথা হবে।’
যার বিরুদ্ধে এত অভিযোগ, সেই সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি কলেজ কমিটির কেউ নই, কোনোদিন ছিলামও না। কলেজের নামকরণ বঙ্গবন্ধুর নামে হোক, এটা আমারই প্রস্তাব ছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ও বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্ট সে প্রস্তাবের অনুমোদন দেয়নি। পরে কী হয়েছে, তা আমার জানা নেই।’
সংসদ সদস্য আরও বলেন, ‘কলেজ পরিচালনা কমিটি ও এলাকাবাসী সিদ্ধান্ত নিয়ে আমার নামে কলেজটির নামকরণ করেছেন। এই নামকরণের পেছনেও আমার কোনও সম্মতি ছিল না। কিন্তু শুধু রাজনৈতিকভাবে ফায়দা লাভের জন্য কিছু ব্যক্তি আমার নামে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন। যারা আগামী নির্বাচনে মনোনয়ন পেতে চান, তারাই এই অপরাজনীতির খেলায় মেতেছেন। তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন-
ছয় মাসেও উদঘাটন হয়নি রাউধার মৃত্যু রহস্য

একেক সময় একেক কথা বলছেন সরিষাবাড়ির পৌর মেয়র: পুলিশ
আত্মসমর্পণের পর কারাগারে বগুড়ার বহিষ্কৃত যুবলীগ নেতা মতিন সরকার

/এমএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শহীদ আনোয়ারা উদ্যান ৩০ দিনের মধ্যে ফেরতের দাবি
শহীদ আনোয়ারা উদ্যান ৩০ দিনের মধ্যে ফেরতের দাবি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?